সিলেট জেলার বালাগঞ্জ উপজেলা ছাত্রনেতা রিন্টু দাসের উদ্দ্যোগে ১নং পূর্ব পৈলনপুর ইউনিয়নের গালিমপুর গ্রামের দরিদ্র কৃষক বেনু দাসের অর্ধ বিঘা জমির ফসলি ধান ৩০ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার দিন ব্যাপী কর্মসূচীর মাধ্যমে কেটে বাড়ি পৌছে দেওয়া হয়।
উক্ত কর্মসূচিতে একাত্ততা পূষণ করেন উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের সবুজ দাস, পার্থ দাস, বেভুল দাস, রিন্টু দাস, রিপু দাস, নিউটন দাস, ভিষন, দাস অমিত দাস, সুবল দাস, চম্পু দেব, বিভাস দাস ও সুদ্বীপ দাস প্রমুখ।
কর্মসূচীতে চলাকালীন ধান কাটার সময় রিন্টু দাস বলেন আমরা যারা স্বেচ্ছায় ধান কাটি আমরা যেন কৃষকের কি পরিমার জমির ধান কাটি সেটা উল্লেখ করে যাহাতে অন্যজন উপকৃত এবং উৎসাহিত হয়।