নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরেধে যখন মানুষ কর্মহীন হয়ে পড়েছে তখন পাড়া প্রতিবেশি ও গ্রামের মানুষের কথা চিন্তা করে ব্যাক্তিগত ভাবে ৫১টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ১৫টি পরিবারে মাঝে ইফতার সমাগ্রী বিতরণ করেছেন করলডাঙ্গা (ডাঙ্গাপাড়া) গ্রামের দলিল লেখক শরিফুল ইসলাম মহুরী।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার করলডাঙ্গা (ডাঙ্গাপাড়া) এলাকার কর্মহীন হয়ে পড়া ৫১ টি পরিবারের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি আলু, ৫০০ গ্রাম পিঁয়াজ, ২ কেজি চিনি, ২ কেজি মুড়ি, ১ কেজি বুট, ৫০০ গ্রাম ছোলা বুট, ১ কেজি চিড়া, ১ প্যাকেট খেজুর ১ প্যকেট খাদ্য সামগ্রী ও ইফতার সামগ্রী গুলি বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেন। খাদ্য ও ইফতার সামগ্রী পৌছে দিতে সহযোগীতা করেন ওই এলাকার তরুণ কয়েকজন যুবক।
শরিফুল ইসলাম জানান, এই দূযোর্গকালীন সময়ে আমার সামর্থ্য অনুযায়ী পাড়াপ্রতিবেশিদের পাশে দাড়ানোর চেষ্টা করেছি। আমাদের পাশাপাশি প্রতিবেশিরাও যেন ভালো থাকে।