Home » বিআরডিটিআই রেস্ট হাউজে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকবেন করোনা চিকিৎসক ও নার্স

বিআরডিটিআই রেস্ট হাউজে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকবেন করোনা চিকিৎসক ও নার্স

সিলেট শহরতলীর খাদিমনগরে অবস্থিত পল্লী উন্নয়ন প্রশিক্ষণ ইনস্টিটিউটই হল সিলেটের করোনা চিকিৎসায় কর্মরত ডাক্তার ও নার্স দের রেস্ট হাউজ হিসেবে চূড়ান্ত করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) থেকে যারা শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ডিউটি শেষ করবেন তাদের মধ্য থেকে যারা যেতে চান তাদেরকে বিআরডিটিআই রেস্ট হাউজ ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হবে বলেও জানা গেছে।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কর্মরত ডাক্তার ও নার্সরা আগামীকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) থেকে এই রেস্ট হাউজে থাকবেন।
খাদিমনগরস্থ বাংলাদেশ পল্লী উন্নয়ন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বিআরডিটিআই) রেস্ট হাউজকে ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়েল সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিলেটে করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসার সাথে সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য আবাসনের ব্যবস্থা করা হয়েছে। প্রথমে খাদিমনগরস্থ বাংলাদেশ পল্লী উন্নয়ন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বিআরডিটিআই) রেস্ট হাউজ রিকুজিশন করা হয়েছে। এছাড়া আরো ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটসহ সরকারি আরো কয়েকটি রেস্ট হাউজতাদের আবাসনের জন্য চূড়ান্ত করার জন্য কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তর।

উল্লেখ্য, করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ ও ত্রাণকার্যের সমন্বয়ে সিলেট জেলার দায়িত্বে রয়েছেন পাট সচিব লোকমান হোসেন মিয়া। মঙ্গলবার সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসা ও সার্বিক প্রস্তুতি দেখতে আসেন তিনি। এসময় বস্ত্র ও পাট সচিব লোকমান হোসেন মিয়া করোনা আক্রান্তদের চিকিৎসার সাথে সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য আবাসনের ব্যবস্থা করার নির্দেশ দেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *