Home » করোনা থেকে মুক্তি পেতে রমজানে বেশি বেশি ইবাদতের আহ্বান : ভারতের প্রধানমন্ত্রী

করোনা থেকে মুক্তি পেতে রমজানে বেশি বেশি ইবাদতের আহ্বান : ভারতের প্রধানমন্ত্রী

গতকাল রোববার মাসিক বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’ ভাষণে নরেন্দ্র মোদি এই আবেদন জানান বলে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।”

‘প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি মাসের শেষ রোববার জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মতো করে বেতারে ‘মন কি বাত’ অনুষ্ঠান করেন মোদি। অনুষ্ঠানের ৬৪তম পর্বে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে কথা বলেন তিনি”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, করোনাভাইরাস মহামারি ভারতসহ বিশ্বজুড়ে উৎসব উদযাপনের পথ বদলে দিয়েছে। গতবার রমজান পালনের সময় কেউ চিন্তা করেনি এবারকার রমজানের সময় এমন বড় একটা সংকটের মুখে পড়তে হবে।

তিনি বলেন,এখন সারা বিশ্ব এই সংকটের মুখোমুখি; যা এই রমজানকে ধৈর্য-শান্তি-সংবেদনশীলতা আর সেবার প্রতীকে পরিণত করার সুযোগ করে দিয়েছে। এখন আমাদের বেশি বেশি ইবাদত করা উচিত যেন ঈদ আসার আগেই গোটা পৃথিবী করোনামুক্ত হয় আর আমরা অতীতের মতো করে একে উদযাপন করতে পারি।

মোদি এমন সময় এই বার্তা দিলেন, যখন ভারতে মসজিদে নামাজসহ সব ধরনের ধর্মীয় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া করোনাভাইরাসের মহামারির মধ্যে ভারতে মুসলিমরা বৈষম্যের শিকার হচ্ছেন বলে কয়েকটি সংবাদমাধ্যমে খবরও প্রকাশ করা হয়েছে।

সফটওয়্যার স্যলুশন কম্পানি ডারাক্সের পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, ভারতে এখন পর্যন্ত ২৭ হাজার ৮৯০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৮৮১ জনের।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *