রাস্তা বন্ধের জের ধরে সিলেটের বিশ্বনাথে উপজেলার দেওকলস ইউনিয়নের আলাপুর গ্রামস্থ সাংবাদিক আশিক আলীর বাড়িতে হামলা করেছে পার্শ্ববর্তি বাড়ির লন্ডন প্রবাসীর পরিবার। শনিবার ইফতারের পর পরই সাংবাদিকের বাড়িতে হামলা করেন প্রবাসী আবদুল মনাফ (৫৫), তার ছোট ভাই আবদুল জলিল (৪৮), তার ভাতিজা সাইফুল ইসলাম (৩৮), নজরুল ইসলাম (৩৫) গংরা। এসময় হামলাকারীরা সাংবাদিকের বাড়িতে ভাংচুর করে।
হামলাকারীদের হামলায় সাংবাদিক আশিক আলীর বড় ভাই রফিক আলী (৪৫), ভাতিজা নূর আলী (৩০), ইফতারি নিয়ে আসা মেহমান আবদুল ছালাম (২০), শাহীন আহমদ (১৯) ও মধ্যস্থকারী একই গ্রামের আবদুল মতিন (৪৫)। এসময় হামলাকারী নিজেদের ইটপাটকেলের আঘাতে আহত হয় তাদের পক্ষের নজরুল আসলাম ও আবদুল জলিল। গুরুতর আহত অবস্থায় নূর আলী ও মেহমান আবব্দুল ছালামকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। নূর আলীকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হলেও আবদুল ছালামকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সাংবাদিক আশিক আলী জানান, প্রায় ৩৫/৪০ বছর ধরে বাড়ির পশ্চিম দিকে উভয় পক্ষের চলাচলের একটি রাস্তা রয়েছে। তার অর্ধেক সরকারি গুপাটে রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে লন্ডন প্রবাসী আবদুল মনাফ আশিক আলীর চলাচলের জন্য ওই রাস্তাটি বন্ধ কতে দিতে নানা পায়তারা করে আসছেন। সম্প্রতি তিনি দেশে ফিরে চলতি মাসের ১০ তারিখে পাকা পিলার দিয়ে রাস্তা বন্ধের কাজ শুরু করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তার পিলার তুলে দেয়। শনিবার ইফতারের পর তার ভাই ভাতিজাদের নিয়ে আবার ওই রাস্তা বন্ধ করতে লন্ডন প্রবাসী আবদুন মনাফ। এসময় সাংবাদিক আশিক আলীর বড় ভাই বাধা দিলে তাদের উপর হামলা চালানো হয়। বাড়ি-ঘরে ইটপাটকেল নিক্ষেপ করে বেশ ক্ষয়ক্ষতি করা হয়। আবদুল মনাফের বসত ঘরের ছাদের উপর থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হলে আশিক আলীর বাড়ির উঠানে অবস্থানরত নজরুল ইসলাম ও তার চাচা আবদুুল জলিল তাদের পক্ষের লোকজনের ইটপাটকেলে আহত হন।
খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে সাংবাদিক আশিক আলীর পরিবারকে রক্ষা করেন। এঘটনায় আশিক আলীর বড় ভাই রফিক আলী বাদি হয়ে রাতে থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।
নির্বাহী সম্পাদক