কোনো প্রকার জনসমাগম না করে নিজেরাই হাতে করে বস্তির ১০০০ ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছে সেনাবাহিনী। রোববার (২৬ এপ্রিল) দুপুরের পর রাজধানীর ভাষানটেক থানাধীন বেনারসি পল্লীর ব্লক-ক লেন-১ বস্তিতে ত্রাণ দেয় সেনাবাহিনী। তখন মাইকিং করে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, ‘ঘর থেকে কেউ বের হবেন না। সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রাখেন, আমরা আপনাদের সবার ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেবো। ঘর থেকে বের হলে আমরা তাদের ত্রাণ দেবো না।’
সরেজমিনে গিয়ে দেখা যায়, দুপুর থেকে ভাষানটেক থানাধীন বেনারসি পল্লীর মেইন সড়কে সেনাবাহিনীর ত্রাণভর্তি গাড়ি রাখা হয়। এরপর গাড়ি থেকে ত্রাণ নামিয়ে ভ্যানে করে বস্তির গলিতে নিয়ে গিয়ে নিজ হাতে করে বাসার সামনে গিয়ে বাসা সদস্যদের ডেকে ত্রাণ দেয় সেনাবাহিনীর সদস্যরা।
ত্রাণ পেয়ে খুশি ওই বস্তির নুপুর (২৫) নামে এক গৃহিণী বলেন, এ পর্যন্ত কোনো ত্রাণ পাইনি। সেনাবাহিনী নিজে হাতে করে বাসার সামনে ত্রাণ দিয়ে গেছে। অন্তত কিছুদিন খেয়ে বাঁচতে পারবো।
সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে ওই বস্তির আরেক গৃহিণী মিনা (২২) বলেন, সেনাবাহিনী যদি এভাবে ত্রাণ দেয় তাহলে আমাদের সবার জন্য ভালো। নেতাদের কাছ থেকে আমাদের ত্রাণ পেতে অনেক কষ্ট হয়। এর আগে, আমরা এতো সুন্দরভাবে কখনও বাসার ভেতর থেকে ত্রাণ পাইনি।
সূত্র: বাংলানিউজ২৪ডটকম
বার্তা বিভাগ প্রধান