Home » বেলকুচিতে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীদের খাদ্য সামগ্রী বিতরণ

বেলকুচিতে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীদের খাদ্য সামগ্রী বিতরণ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন তৃতীয় লিঙ্গের মানুষ হিজড়াদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বেলকুচি উপজেলার ঐতিহ্যবাহি সোহাগপুর শ্যাম কিশোর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হিজড়াদের মাঝে এই সময় খাদ্য সামগ্রী তুলে দেন সমাজ ও মানবাধিকার কর্মী তানভীর আনজুম তুষার। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৬ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার ভোজ্য তেল, ১ কেজি মসুরের ডাল, ১ কেজি পেয়াজ, ১ কেজি লবন ও সাবান।

সাহায্য পাওয়া বেলকুচি উপজেলার হিজড়া সম্প্রদায়ের দলনেতা মালা বলেন, এমনিতেই হিজড়াদের জীবনে অভাব অনটন  নিত্যদিনের সঙ্গী। আর করোনার কারণে হাট-বাজার বন্ধ থাকায় তারা সাহায্য সহযোগিতাও না পেয়ে মানবেতর জীবন যাপন করছে। এই মহাদুর্যোগে সামজকর্মী তানভীর আনজুম তুষারের নেতৃত্বে খাদ্য সামগ্রী দেয়ায় আমাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। তানভীর আনজুম তুষার বলেন, “মহামারী করোনা ভাইরাসের কারণে সরকার মানুষকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে। ফলে সকলের মতো সমাজ বিচ্ছিন্ন হিজড়া সম্প্রদায়ের মানুষ ও খাবার সংকটে পড়েছে।” এই সংকট কালে হিজড়াদের পাশে দাড়ানোর জন্য করোনা দূর্গত সাহায্য কেন্দ্র  এর পক্ষ থেকে সামিনা লুতফা নিত্রা, মোনোয়ার এম মইনুল ও তাসনুভা শিশিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশও করেন তিনি।

এই সময় আরো উপস্থিত ছিলেন সমাজকর্মী এস.এম ওমর ফারুক, কম্বাইন্ড সোশ্যাল নেটওয়ার্ক এর প্রতিনিধি আমিরুল ইসলাম, আব্দুল্লাহ আল মানজিদ সহ আহমেদ সিফাত প্রমুখ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *