Home » ইতালি বৈধতা দেবে ৬ লাখ অভিবাসীকে

ইতালি বৈধতা দেবে ৬ লাখ অভিবাসীকে

করোনা ভাইরাসের প্রকোপে বিপর্যস্ত ইতালি। এই সংকটের মধ্যে প্রায় ৬ লাখ অভিবাসীকে বৈধতা দিতে যাচ্ছে দেশটির সরকার। দেশটিতে প্রায় ৬০ হাজার অবৈধ বাংলাদেশি রয়েছেন বলে ধারণা সংশ্লিষ্টদের।

করোনা মোকাবিলায় ইতালির জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি কৃষি খাতে উন্নয়ন ও করোনা পরবর্তীতে খাদ্যসংকট যাতে না হয় সে জন্য দেশের রাজনীতিবিদেরা অবৈধ অভিবাসীদের বৈধতা দিতে যাচ্ছেন। মূলত, কৃষি খাতে শ্রমিকের সংকট পূরণ করে কৃষিতে উন্নতি ঘটাতে ইতালি সরকার কয়েক সপ্তাহ ধরে নানা পর্যালোচনা করছে। কয়েক দিন ধরে ইতালির প্রখ্যাত লা রিপাবলিকাসহ বেশ কয়েকটি দৈনিক এ নিয়ে প্রতিবেদন ও সাক্ষাৎকার প্রকাশ করেছে।

দেশটির সরকার প্রায় ৬ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়ার প্রক্রিয়ার ঘোষণা খুব শিগগির আসবে। ইতোমধ্যে ইতালি সরকার অভিবাসীদের বৈধতা নিয়ে ১৬ পৃষ্ঠার একটি খসড়া আইন প্রস্তুত করেছে।

ইতালির কৃষিমন্ত্রী তেরেসা বেল্লানোভা সংসদে এক আলোচনায় বলেন, প্রাণঘাতী করোনায় ইতালির অর্থনৈতিক চাকা অচল হয়ে পড়ছে। কারণ সব কিছুই বন্ধ রয়েছে। এইদিকে ইতালির কৃষি খাতে ব্যাপক ধস নেমে এসেছে। এই মুহূর্তে ইতালির কৃষি খাতে উন্নয়নে অনেক জনশক্তি প্রয়োজন।

অভিবাসিদের বৈধতার ঘোষণায় বাংলাদেশিসহ বিপুল সংখ্যক অবৈধ অভিবাসীর মুখে হাসি ফুটল। ইতালির বিভিন্ন শহরে ২ লাখেরও বেশি বাংলাদেশির বসবাস।

ধারণা করা হচ্ছে, প্রায় ৬০ হাজার অবৈধ বাংলাদেশি ইতালিতে রয়েছেন। বৈধ কাগজপত্র ও কাজের অভাবে কষ্টে দিন যাপন করতে হচ্ছে তাদের। এই করোনা ক্রান্তিকালে হয়তো তাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *