Home » ৫০ হাজার ছাড়ালো যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা

৫০ হাজার ছাড়ালো যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৭ লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার রাত ১১টা পর্যন্ত বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ লাখ ৪৫ হাজার ৬৭৭ জন। বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ১৮৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এরমধ্যে ১ লাখ ৯৩ হাজার ৪২জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়েছেন ৭ লাখ ৫৩ হাজার ২৭৭ জন।

যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় সেখানে তিন হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮ লাখ ৭০ হাজার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা সর্বোচ্চ হলেও এখন পর্যন্ত বেশিরভাগ ইউরোপীয় দেশের তুলনায় তাদের মৃত্যুর হার কম।

বিশ্বজুড়ে মহামারির আকার নেওয়া ভাইরাসটিতে যুক্তরাষ্ট্রেই সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের ঘটনা ঘটেছে। সম্প্রতি করোনার সন্দেহভাজন মৃত্যুও মৃতের হিসাবে যোগ করা শুরু করেছে যুক্তরাষ্ট্র। ফলে সেকারণেও মৃতের সংখ্যা বাড়ছে।

হোয়াইট হাউসের করোনা সংক্রান্ত টাস্ক ফোর্সে প্রধান ডা. দেবোরাহ বার্ক্স বলেছেন, সারা বিশ্বের মধ্যে যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের হার সর্বনিম্ন। মাথাপিছু হিসেবে দেশটিতে মৃতের হার ১.৪। যা স্পেন, ইতালি, ফ্রান্স, বেলজিয়াম ও যুক্তরাজ্যের চেয়ে কম।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *