সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে করোনা আক্রান্ত এক নারী পালিয়ে গেছেন। আক্রান্ত নারী সিলেট শহরতলীর খাদিমনগর ইউনিয়নের রঙ্গীটিলা এলাকার বাসিন্দা।
হাসপাতাল সুত্র জানায়, গত বুধবার একটি সন্তানের জন্ম দেন ঐ নারী। নবজাতক শিশুর শারীরিক অবস্থা কিছুটা খারাপ হওয়ায় শিশুটিকে স্পেশাল চাইল্ড কেয়ার ইউনিটে রাখা হয়। আর ঐ নারীর শরীরে করোনার উপসর্গ থাকায় তাকে আলাদা করে রাখা হয় এবং তার শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য করোনা ল্যাবে পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে নবজাতক শিশুটি মারা যায়। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় ঐ নারীর করোনা পজেটিভ জানা গেলে তাকে আর হাসপাতালে পাওয়া যাচ্ছে না। তিনি পালিয়ে গেছেন। এ ব্যাপারে হাসপাতালে সংরক্ষিত তার স্বামীর মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়। ঐ নারীকে খোঁজে বের করার চেষ্টা চলছে বলে জানায় হাসপাতাল সুত্র।
সূত্র: সিলেটভিউ২৪ডটকম

বার্তা বিভাগ প্রধান