Home » ‘আমেরিকা হামলার শিকার’, ৪৭০০০ মৃত্যুর পর বললেন ডোনাল্ড ট্রাম্প

‘আমেরিকা হামলার শিকার’, ৪৭০০০ মৃত্যুর পর বললেন ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন: আমেরিকায় করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৪৭ হাজারের বেশি মানুষ এবং সংক্রমিত ৮ লক্ষ ৫২ হাজারের বেশি, আমেরিকা এই পরিস্থিতির সম্মুখীন কেন? সেই উত্তর দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন ‘আমেরিকা হামলার শিকার হয়েছে’।

হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেসিডেন্ট জানিয়েছেন, “আমাদের উপর হামলা করা হয়েছে। এটা একটা হামলা। শুধুমাত্র একটা ফ্লু নয়। ১৯১৭ সালের পরে এই ছবি আর কেউ দেখেনি”।

আমেরিকার ধার অনেক বেড়ে গিয়েছে কারণ ট্রাম্প প্রশাসন দেশে ক্রমবর্ধমান করোনা সংক্রমনের দিকে তাকিয়ে দেরিতে হলেও মাল্টি-ট্রিলিয়নের প্যাকেজ ঘোষণা করেছেন। মানুষের সাহায্যে এবং যে সকল করোনা মহামারিতে দ্রুত খারাপ অবস্থার সম্মুখীন হয়েছে।

তিনি আরও বলেন, “আমাদের কোনও পছন্দ নেই। আমদের কি সত্যি কোনও চয়েস আছে? আমি সবকিছু নিয়ে সবসময় চিন্তায় আছি। সমস্যার সমাধান করতে হবে দ্রুত”।

রীতিমত দুঃখপ্রকাশ করে ট্রাম্প বলেছেন, “বিশ্বের ইতিহাসে আমাদের অর্থনীতি সবচেয়ে শক্তিশালী ছিল। চিনের থেকেও ভালো এমনকি যেকোনো জায়গার থেকে সবচেয়ে ভালো”।

শেষ তিনবছরে আমরা এতকিছু তৈরি করেছি এবং হঠাত একদিন এসে তাঁরা বলল সবকিছু বন্ধ করতে হবে। এবার আমরা সবকিছু নতুন করে করতে চলেছি। আমরা একইরকম শক্তিশালী থাকব তবে এটা পুনরায় খুলতে আপনাদের কিছু টাকা খরচ করতে হবে”।

বিমানসংস্থাগুলিকে বাঁচিয়েছি। দু’বছর আগে যে সব কোম্পানিরা ভালো কাজ করেছে তাঁরা এখন খারাপ সময়ের সম্মুখীন। বাজারে তাঁদের কোনও চিহ্ন নেই”।

তবে ট্রাম্প জানিয়েছেন, নতুন পজিটিভ সংক্রমণের সংখ্যা কমতে শুরু করেছে। চিকিৎসা, পরীক্ষানিরীক্ষা এবং থেরাপিতে ৭ মার্কিন বিলিয়ন ডলার খরচের দিয়েছে ট্রাম্প প্রশাসন।

নতুন ওষুধের জন্য হাত লাগিয়েছে এফডিএ, এনআইএইচ এবং অন্যান্য নেতারা। ১৬০০ জায়গা থেকে একসঙ্গে প্লাজমা, বর্তমানে চিকিৎসাধীনদের অ্যান্টিবডি দেওয়ার কাজ চলছে। যারা সুস্থ হয়েছেন তাঁদের প্লাজমা ইনজেক্টের মাধ্যমে।

করোনা ভাইরাসে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমেরিকা৷ মৃত্যুর নিরিখে সবার আগে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের দেশ৷ আরএরপরেই এই তালিকায় নাম রয়েছে ইতালি, স্পেন ও ফ্রান্সের। সেখানেও প্রতিদিন চলছে মৃত্যুমিছিল।

আমেরিকায় যে সব স্ট্রেট বেশি ক্ষতিগ্রস্ত সেই সব স্ট্রেটে অপরিহার্য সমস্ত ব্যবসাও বন্ধ করে দেওয়া হয়েছে৷ খুব প্রয়োজনীয় না-হলে মানুষকে বাড়ির অভ্যন্তরে থাকতে অনুরোধ করা হচ্ছে৷ শেষ ২৪ ঘন্টায় মার্কিন মুলুকে মৃত্যু হয়েছে ১৭৩৮ জনের।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *