Home » সুস্থ হয়ে বাড়ি ফিরলেন চট্টগ্রামের ৭ করোনা রোগী

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন চট্টগ্রামের ৭ করোনা রোগী

জে.জাহেদ :সব মিলিয়ে চিকিৎসা শেষে চট্টগ্রামে ৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। যারা কােভিড-১৯ কে জয় করলেন। বুধবার (২২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

তিনি জানান, মঙ্গলবার (২১ এপ্রিল) চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন করোনাভাইরাসে আক্রান্ত ৫ রোগীর দ্বিতীয়বার নমুনা পরীক্ষায় নেগেটিভ এসেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে জেনারেল হাসপাতাল থেকে ছাড়পত্র পান নারীসহ ওই পাঁচজন। এর আগে সুস্থ্য হয়ে বাড়ি গেলেন দুজন।

নতুন সুস্থ এই পাঁচজন হলেন- শাপলা আবাসিকে শনাক্ত হওয়া প্রথম করোনা পজিটিভ নারী হাসিনা বেগম, সীতাকুণ্ডে শনাক্ত হওয়া নারায়ণগঞ্জ ফেরত ব্যাংক কর্মচারী মো. আনোয়ার, সিডিএ মার্কেট এলাকায় শনাক্ত হওয়া লোহার ব্যবসায়ী মো. কামাল উদ্দিন, সাগরিকা এলাকায় বসবাসরত গার্টেক্স গার্মেন্টসের কর্মকর্তা ওমর আলী ও দামপাড়ায় আক্রান্ত হওয়া বৃদ্ধের ছেলে জাহেদুল হক।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *