বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এমন সংকটের সময় দরিদ্র মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে বিভিন্ন প্রতিষ্ঠান। বরাবরের মতো সিলেট ইসকনও আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছে ঘরবন্দি মানুষের পাশে।
সিলেটের বিভিন্ন এলাকায় ঘরবন্দি দরিদ্র মানুষদের জন্য পুষ্টিকর রান্না করা খাবারের আয়োজন করে চলেছে ইসকন সিলেটের নেতৃবৃন্দরা। প্রতিদিন ৫০০ পরিবারের জন্য তাঁরা সবজি, ডাল ও ভাত রান্না করে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে।
বৃহস্পতিবার মোহন গোবিন্দ দাস ব্রহ্মচারী, সংকীর্তন নিতাই দাস ব্রহ্মচারী ও ঈশান নিমাই দাস ব্রহ্মচারীর নেতৃত্বে একদল তরুণ ভক্ত রান্না করা খাবার প্যাকেট জাত করে পরিচ্ছন্ন কর্মীদের মাধ্যমে তা বিভিন্ন বস্তিতে বস্তিতে বিতরণ করা হয়।
ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজে কাছে বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, সাম্প্রতিক সময়ে করোনা প্রাদুর্ভাবের জন্য দেশজুড়ে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং অফিস আদালত ছুটি হয়ে যাওয়ায় বিপুল জনগোষ্ঠী কর্মহীন হয়ে পড়ায় অনেকেই খাদ্য সংকটের মতো মানবিক বিপর্যয়ের মুখোমুখি হয়ে পড়েছেন। এজন্যই ইসকন সিলেট এ রকম পরিবারগুলোর জন্য প্রতিদিন পুষ্টিকর খাবারের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে।
মহারাজ সবার উদ্দেশে আহ্বান জানান সবাই যাতে এই কঠিন সময়ে নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ায়।
এ বিষয়ে ইসকন সিলেটের কো-অর্ডিনেটর দেবর্ষি শ্রীবাস দাস ব্রহ্মচারী বলেন, আপনারা সবাই জানেন, সারা বিশ্বে এখন ক্রান্তিকাল চলছে। করোনা মহামারি আকার ধারণ করেছে। দয়া করে কেউ গরিব-দুঃখী মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি না করে যার যা সুযোগ ও সামর্থ্য আছে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আপনার সহযোগিতাই পারে তাদের মধ্যে একটু হলেও হাসি ফুটাতে।