Home » আযান নিয়ে সেই কটূক্তি, সনু নিগমকে গ্রেফতারের দাবি

আযান নিয়ে সেই কটূক্তি, সনু নিগমকে গ্রেফতারের দাবি

করোনাভাইরাস রুখতে ভারতে চলছে লকডাউন। দেশটি সব বিমানবন্দরে বিমান ওঠানামা নিষেধ। এমন সময়ে পরিবারসহ দুবাইয়ে আটকা পড়েছেন বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সোনু নিগম৷

কয়েক দিন আগেই সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন এই কথা৷

এমন পরিস্থিতির মধ্যেই সোনু নিগমকে গ্রেফতারের দাবি উঠল! কেন গ্রেফতারের দাবি তোলা হচ্ছে সোনুর বিরুদ্ধে? ঘটনার সূত্রপাত ২০১৭ সালে৷ মাইকে আজান নিয়ে টুইটারে সরব হয়েছিলেন তিনি৷ ভোরবেলা মাইক বাজিয়ে আজানের বিরোধিতা করে সোনু টুইট করেছিলেন, ‘জোর করে এভাবে ধর্মের শব্দ ঘোষণা এ দেশে কবে বন্ধ হবে?’

মিনিট পাঁচেক পরের এক টুইটে লিখেছিলেন, ‘মুহাম্মদ যখন ইসলাম সৃষ্টি করেন, তখন তো বিদ্যুৎ ছিল না। তা হলে এখন এই চিৎকার-চেচামেচি কেন সহ্য করতে হবে?’

সেই পুরনো প্রসঙ্গ টেনে সোশ্যাল মিডিয়ায় সোনুকে নেটিজেনদের প্রশ্ন, তিনি এখন দুবাইয়ে রয়েছেন৷ দুবাই মুসলিমপ্রধান দেশ৷ সেখানে তো তাকে রোজ আজান শুনতে হচ্ছে৷ এখন কেন বিরোধিতা করছেন না সোনু?

সোনুর পুরনো টুইটের স্ক্রিনশট অনেকে দুবাই পুলিশকে ট্যাগ করছেন৷ দুবাই পুলিশের কাছে তারা আবেদন জানাচ্ছেন, সোনুকে গ্রেফতার করা হোক৷

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *