কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে আরও দুই জনের শরীরে ধরা পড়েছে করোনা। আজ মঙ্গলবার সিলেটে যাদের পরীক্ষা করা হয়েছে এদের মধ্যে মধ্যে দু’জনের করোনা ফলাফল পজেটিভ আসে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংসু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, আক্রান্ত দুই জনের বাড়ি সিলেট জেলায় নয়। তবে একটি সুত্র জানিয়েছে, আক্রান্ত দু’জনের মধ্যে একজনের বাড়ি হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ ও অপরজনের বাড়ি লাখাই উপজেলায়।
সূত্র: সিলেটভিউ২৪ডটকম
বার্তা বিভাগ প্রধান