রাজধানীর শাহজাহানপুরের একটি বাসা থেকে অবৈধভাবে আমদানি করা তিনশ করোনা পরীক্ষার কিট উদ্ধার করেছে র্যাব। এতে জড়িত থাকায় কারদণ্ড দেয়া হয়েছে তিনজনকে। মঙ্গলবার দুপুর এ অভিযান পরিচালনা করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
২১ মাসের কারাদণ্ড পাওয়া তিনজন হলেন- শফিকুল ইসলাম, রফিক উদ্দিন ও তাহা আক্তার। তাদের ২ লাখ টাকা জরিমানাও করেছে আদালত। অনাদায়ে আরো ৩ মাস কারাগারে থাকতে হবে তাদের।
র্যাব জানায়, শফিকুল ইসলাম চীন থেকে ব্যক্তিগত উদ্যোগে কিট আমদানির কথা স্বীকার করেছেন। আগামীতে আরো কিট আনার পরিকল্পনা ছিল তার।। তবে এ ধরনের কিট আনার সরকারি অনুমোদন তার নেই।
জব্দ করা কিট আইইডিসিআরের মাধ্যমে ধ্বংস করা হবে বলে জনায় র্যাব।
নির্বাহী সম্পাদক