Home » সিলেট ছাড়লেন ১৪৬ জন ব্রিটিশ নাগরিক

সিলেট ছাড়লেন ১৪৬ জন ব্রিটিশ নাগরিক

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে সিলেট অবস্থানরত ১৪৬ জন ব্রিটেনের নাগরিককে নিয়ে বিমানের একটি ফ্লাইট আজ  মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকার উদ্দেশে যাত্রা করেছে। সেখান থেকে ব্রিটিশ এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটে করে তারা লন্ডন যাবেন।

সকাল ১১টা ২০ মিনিটে বিমানের বিজি-৪০০৬ ফ্লাইটে করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তারা। এই তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ। তিনি জানান,১৬২ আসনের বিমানের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি সকালে বিমানবন্দরে অবতরণ করে। পরে বেলা ১১টা ২০ মিনিটের সময় ব্রিটেনের নাগরিকদের নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করেছে।

ঢাকা থেকে ব্রিটেনের নাগরিকদের জন্য চারটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে ব্রিটিশ হাইকমিশন। ২১ এপ্রিল ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনে প্রথম ফ্লাইট যাবে। এরপর ২৩, ২৫ ও ২৬ এপ্রিল আরও তিনটি ফ্লাইট লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বে। ব্রিটিশ এয়ারওয়েজ এই চারটি ফ্লাইট পরিচালনা করছে।

সিলেট অবস্থানরত ব্রিটেনের নাগরিকদের মধ্যে যারা দেশে ফিরতে চান, তাদের জন্য ঢাকা-সিলেট ফ্লাইটের ব্যবস্থা করা হয়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *