মুম্বই: বয়সের হেরফের অনেকটাই। তাই কেরিয়ার সমসাময়িক না হওয়ায় বাইশ গজে কখনও মুখোমুখি হননি দু’জনে। তবে সোশ্যাল মিডিয়ায় মৌখিক তরজায় লড়াইটা সম্প্রতি ভালোই জমেছিল কিংবদন্তি সুনীল গাভাসকর ও প্রাক্তন স্পিডস্টার শোয়েব আখতারের। করোনা তহবিলে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের প্রস্তাব দেওয়ায় কেবল সুনীল গাভাসকর নন, শোয়েবের বিরোধীতায় সুর চড়িয়েছিলেন কপিল দেবও। তবে সুনীল গাভাসকরের সঙ্গে মৌখিক লড়াইটা বেশ জমে ওঠে শোয়েবের। শেষ অবধি রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের রসবোধের কাছে মাথা নোয়ালেন সানি।
শোয়েবের প্রস্তাবে কপিলের সুরে সুর মিলিয়েই প্রাথমিকভাবে বিরোধীতা জানিয়েছিলেন সুনীল গাভাসকর। জানিয়েছিলেন লাহোরে তুষারপাতও সম্ভব কিন্তু ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ নৈব নৈব চ। সানির মন্তব্য শুনে পালটা দিতে ছাড়েননি পাক পেসার। লাহোরে তুষারপাতের একটি ছবি পোস্ট করে এরপর গাভাসকরের যুক্তি খন্ডন করে দেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।
ব্যাটিং গ্রেটের উক্তির সঙ্গে গত বছর লাহোরে তুষারপাতের একটি ছবি সংযুক্ত করে এদিন টুইটারে পোস্ট করেন আখতার। গাভাসকরের উক্তির পরিপ্রেক্ষিতে ক্যাপশন হিসেবে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস টুইটারে লেখেন, ‘ঠিক আছে সানি ভাই। লাহোরে গতবছরই আমরা তুষারপাত হতে দেখেছিলাম। সুতরাং অসম্ভব কিছুই নেই।’
শোয়েবের পালটা দেখে তাঁর রসবোধের প্রশংসায় পঞ্চমুখ হলেন গাভাসকর। টেস্ট ক্রিকেটে প্রথম ১০ হাজার রানের মালিকের কথায়, ‘শোয়েবের রসবোধ দুর্দান্ত।’ অর্থাৎ, ভবিষ্যতে ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ হোক না হোক, সোশ্যাল মিডিয়ায় এই মৌখিক তরজায় যে শোয়েবের কাছে নতস্বকার করলেন সানি তা বলাই বাহুল্য।
উল্লেখ্য, ইসলামাবাদে পিটিআই-কে এক সাক্ষাৎকারে প্রাক্তন পাক স্পিডস্টার বলেন, ‘ভারত-পাকিস্তান দু’দেশেই প্রচুর মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। তাই এই কঠিন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে দুই দেশের মধ্যে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলা উচিত৷ সেখান থেকে যে অর্থ উঠবে তা দু’দেশের ত্রাণ তহবিলে জমা করা যেতে পারে।’
পালটা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে কপিল শোয়েবের প্রস্তাবের বিরোধীতা করে বলেন, ‘শোয়েব তার মতামত জানিয়েছে৷ তবে আমাদের অর্থ সংগ্রহের দরকার নেই। করোনার বিরুদ্ধে আমাদের যথেষ্ট আছে। এখন যেটা গুরুত্বপূর্ণ তা হল, আমাদের একজোট হয়ে এই সঙ্কটের মোকাবিলা করা।
নির্বাহী সম্পাদক