Home » বেতন বৃদ্ধি, পদোন্নতি বন্ধ রাখছে ইনফোসিস

বেতন বৃদ্ধি, পদোন্নতি বন্ধ রাখছে ইনফোসিস

বেঙ্গালুরু: করোনা ভাইরাস অতি মহামারী আকার ধারণ করায় দেশের দ্বিতীয় বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস সোমবার জানিয়ে দিয়েছে, আপাতত তাদের সংস্থায় বেতন বৃদ্ধি এবং পদোন্নতি হচ্ছে না। তবে পাশাপাশি এই তথ্য প্রযুক্তির সংস্থাটি জানাল , নতুন নিয়োগ করার জন্য যাদের অফার দেওয়া হয়েছিল তা পূরণ করা হবে।

ইনফোসিস জানিয়েছে, মার্চের শেষ ত্রৈমাসিকে এই‌ সংস্থার নিট মুনাফা ৬.৩ শতাংশ বেড়ে হয়েছে ৪৩৫৫. কোটি টাকা। পাশাপাশি এই অতি মহামারীর জনিত কারণে যে অনিশ্চয়তা দেখা গিয়েছে তার প্রেক্ষিতে এই সংস্থা আপাতত ২১ অর্থ বর্ষের জন্য কতটা আয় করতে পারবে সেটা ধারণা করতে পারছে না।

সোমবার ইনফোসিসের সিইও তথা এমডি সলিল পারেখ‌ জানিয়েছেন, ইনফোসিসের ৯৩ শতাংশ কর্মীদল সক্ষম হয়েছে প্রতিনিয়ত পরিবর্তনশীল এই পরিবেশে দূর থেকে কাজ করে ক্লায়েন্টদের নিরবিচ্ছিন্নভাব পরিষেবা দিতে । পাশাপাশি তিনি মনে করিয়ে দিয়েছেন, আগামী স্বল্পমেয়াদী কিছুটা সময় সকলের জন্য চ্যালেঞ্জিং। তবে তিনি আত্মবিশ্বাসী তারা শক্তিশালী হয়ে উঠবেন বলে।

ইনফোসিসের সিওও প্রবীণ রাও জানিয়েছেন, মার্চের শেষের কয়েক সপ্তাহ করোনা ভাইরাসের কারণে তাদের কাজের অপারেটিং মডেল রীতিমতো সরিয়ে ফেলতে হয়েছে সংস্থাকে আর ব্যবসা চালিয়ে যেতে পরীক্ষামূলক পরিকল্পনার আশ্রয় নিতে হয়েছে।

প্রসঙ্গত,দেশের বৃহত্তম সফটওয়্যার এক্সপোর্টার টিসিএস ইতিমধ্যেই জানিয়েছিল, ৪.৫ লক্ষ কর্মীদের কাউকে ছাঁটাই করা হবে না, তবে এই বছর কোনরকম বেতন বৃদ্ধি হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি টাটা গোষ্ঠীর এই সংস্থা আশ্বাস দেয়, যে ৪০,০০০ জনকে নিয়োগ করার জন্য অফার দেওয়া হয়েছিল তাদের প্রতি প্রতিশ্রুতি রাখার ব্যাপারে তারা অঙ্গীকারবদ্ধ। যেখানে বেশ কিছু ব্লু চিপ কোম্পানি এখন নতুন নিয়োগের ব্যাপারে ফের পর্যালোচনা করছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *