Home » লকডাউনে ভবন নির্মাণ কাজ করায় জরিমানা

লকডাউনে ভবন নির্মাণ কাজ করায় জরিমানা

ইমাম খাইর: করোনা ভাইরাসের পরিস্থিতিতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বহুতল ভবনের নির্মাণ কাজ চলছে, এমন সংবাদ পেয়ে সোমবার দুপুরেই ঘটনাস্থলে হাজির হন জেলা প্রশাসনের অভিযানিক টিম।

নির্মাণকারী জান্নাতুল ফেরদৌসকে জিজ্ঞেস করেন, ঘরে বসে থাকার নির্দেশনা সত্ত্বেও কেন শ্রমিক সমাবেশ ঘটিয়ে বহুতল ভবনের কাজ করছেন? কোন উত্তর নেই।

অবশেষে আইন অমান্য করার অপরাধে জান্নাতুল ফেরদৌসকে নগদ গুনতে হলো ৩ হাজার টাকা জরিমানা। সাথে সতর্কও করা হয় তাকে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা এ দণ্ড প্রদান করেন।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদারসহ আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

এরপরই ঘটনাস্থলে হাজির হয় কক্সবাজার জেলা প্রশাসনের চৌকস টিম।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল – লকডাউন অমান্য চলাচলের রাস্তায় মজুদ করা হয়েছে ইট, বালি, কংকর ইত্যাদি নির্মাণ সামগ্রী। যে কারণে চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে এলাকাবাসী।

দণ্ডপ্রাপ্ত জান্নাতুল ফেরদৌস কক্সবাজার পৌরসভার ৬ নং ওয়ার্ডের নাপ্পাঞ্জাপাড়ায় মৃত ওমর সুলতানের স্ত্রী।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *