রকিবুল হাসানঃ লালমনিরহাটের হাতীবান্ধায় সরকারি ও রাইস মিলের সিল সম্মিলিত ১শ’ ২০ বস্তা চাল উদ্ধার, এ ঘটনায় ১ জনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে উপজেলার পূর্ব সিন্দুর্না গ্রামের শাহাজান আলীর ভাড়াটিয়া গুদাম ঘরে। এ ঘটনায় আটক দু:খ মিয়া (৩৫) জেলার কালীগ উপজেলার মুসরত মদাতী গ্রামের ফরহাদ হোসেনের পুত্র।
হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নজির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে উপজেলার পূর্ব সিন্দুর্না গ্রামের লোকমান হোসেন উচ্চ বিদ্যালয় এলাকা থেকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করা অবস্থায় দু:খ মিয়া নামের একজনকে টলিসহ আটক করা হয়।তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় আরিফুল খন্দকার উল্লাস নামের একজন ট্রলিতে করে চাল নিয়ে যাবেন বলে তাকে ডেকে নিয়ে আসেন। উল্লাসকে না পেয়ে শাহাজান আলীর ভাড়াটিয়া গুদাম ঘরে অভিযান চালান হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন। অভিযানে সরকারি ও রাইস মিলের সিল সম্মলিত ১শ’ ২০ বস্তা চাল উদ্ধার করা হয়। এসময় সহকারি পুলিশ সুপার বি সার্কেল তাপস সরকার সঙ্গে ছিলেন।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন বলেন, শাহজান আলীর ভাড়াটিয়া গুদাম ঘরে অভিযান চালিয়ে সরকারি সিল ও একটি রাইস মিলের সিল সম্মিলিত ১শ’ ২০ বস্তা চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তির নিকট গুরুত্বপূর্ন তথ্য জানা গেছে। নিয়মিত মামলা করে ওসিকে তদন্ত করে পুরো বিষয়টি উৎঘাটনের নির্দেশ দেয়া হয়েছে।
নির্বাহী সম্পাদক