Home » রামুতে অভাবী কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ নেতাকর্মীরা

রামুতে অভাবী কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ নেতাকর্মীরা

রামুর খুনিয়াপালংয়ে অভাবী কৃষকের পাকা ধান কেটে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (২০ এপ্রিল) কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আহসান উদ্দিন জুয়েলের নেতেৃত্বে ছাত্রলীগ কর্মী আয়াত উল্লাহ, জাহাঙ্গীর, মামুনসহ আরো কয়েকজন মিলে স্থানীয় ওসমান গনির ধান কেটে দেন। কেন্দ্রীয় ছাত্রলীগ নেতৃবৃন্দের নির্দেশনা মোতাবেক করোনা সংকটের কারণে অভাবী কৃষকের ধান কেটে দেন ছাত্রলীগের এসব নেতাকর্মীরা।

ছাত্রলীগ নেতা আহসান উদ্দিন জুয়েল জানান, করোনা ঝুঁকিতে লকডাউন থাকায় শ্রমিক পাচ্ছে না কৃষকরা। তার সাথে আর্থিক সংকট। এমন অবস্থায় দিশেহারা হয়ে পড়ে কৃষকরা। নিয়মিত পারিশ্রমিক এর তিন গুণ বাড়িয়ে দিতে চাইলেও রাজি হচ্ছে না কৃষি শ্রমিকরা। গোয়ালিয়ার কৃষক ওসমান গণি সহ আরও অনেকে এমতাবস্থায় কৃষকের এই করুন সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা মাঠে তাদের সাহায্য করায় তারা ঘরে তুলতে পারতেছে ধান ও শস্য ফসল।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *