Home » আর্মড পুলিশ পরিচয়ে প্রতারণা, দুইজনকে থানায় দিল জনতা

আর্মড পুলিশ পরিচয়ে প্রতারণা, দুইজনকে থানায় দিল জনতা

রামু রাজারকুল ইউনিয়নের পশ্চিম হালদারকুল স্টেশন থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্য পরিচয়ধারী ২ জনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
তারা হলো- রাজারকুল ইউনিয়নের হালদারকুল এলাকার আবু বক্কর ছিদ্দিক (লুতু মিয়ার) ছেলে মোঃ নুরুল আবছার আকাশ (২০) ও চৌকাদার পাড়া এলাকার নবী হোসেনের ছেলে নুরুল আলম নুরু (১৯)।

শনিবার (১১এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে স্টেশনের আবু তাহেরের দোকানের সামনে তাদের আটক করা হয়েছে।
তাদের একজনের গায়ে আর্মড পুলিশ ব্যাটালিয়নের পোশাক থাকলেও অন্যজন ছিল সিভিল পোশাক পরিহিত।
ধরার পর স্থানীয়রা ভূয়া আর্মড পুলিশ সদস্য দুইজনকে উত্তম মাধ্যম দিয়েছে। পরে থানা পুলিশে সোপর্দ করেছে।
রামু থানার ওসি মো: আবুল খায়ের জানান, বাজারের দোকানদার, এলাকাবাসীকে নানাভাবে হয়রানী, চাঁদাবাজির অভিেযােেগ দুইজনকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। তাদের একজনের গায়ে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের পোশাক ও অন্য জন সিভিলে ছিল। দুই জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সিবিএন

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *