করোনা ভাইরাসের প্রকোপে খেলাধুলা সব বন্ধ। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে তা জানেন না কেউ। এমন সময় কনমেবল জানাল, তারা সেপ্টেম্বরেই শুরু করতে চাইছে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। বাছাইপর্ব আগের নিয়মে হোম ও অ্যাওয়ে ম্যাচের ভিত্তিতে অনুষ্ঠিত হবে।
করোনা ভাইরাসের কারণে সম্প্রতি ফিফা সহ-সভাপতি ও কনকাকাফ অঞ্চলের প্রধান ভিক্টর মন্টাগিলানি এ বছর কোনো আন্তর্জাতিক খেলা না-ও হতে পারে বলে সংশয় প্রকাশ করেছিলেন। তবে ব্যতিক্রম ভাবনা কনমেবলের। সব ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করে মহাদেশটির শীর্ষ ফুটবল সংস্থা কনমেবল সিদ্ধান্তে পৌঁছেছে যে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মেসি-নেইমারদের খেলা মাঠে গড়াবে।
অবশ্য করোনা ভাইরাস হানা না দিলে গত মাসের শেষ সপ্তাহে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ অনুষ্ঠিত হতো। লাতিন অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে মাঠে নামার কথা ছিল লিওনেল মেসির আর্জেন্টিনা ও নেইমারের ব্রাজিলের। তবে করোনা ভাইরাসের থাবায় প্রথম দুই রাউন্ডের খেলা স্থগিত হয়ে যায়। শুক্রবারের বৈঠকে জুন-জুলাইয়ে অনুষ্ঠেয় কোপা আমেরিকা ২০২০ আসর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে আর্জেন্টিনা ও কলম্বিয়ায় ১২ দলের অংশগ্রহণের এ আসর মাঠে গড়াবে আগামী বছরের জুন-জুলাইয়ে।