অমরাবতী: নৃশংস, নির্মম বললেও বুঝি কম বলা হয়। অরুণাচলের জঙ্গলে খাবার জন্য মেরে ফেলা হল একটি কিং কোবরা সাপ। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ৩ জন শিকারী একটি বিষধর সাপকে মেরে নিজেদের কাঁধে ফেলে রেখেছে।
ভিডীওতে শোনা যাচ্ছে, জঙ্গলের মধ্যে ওই সাপটিকে মারা হয়েছে। সেই সাপটিকে মারার পর সেটিকে পরিষ্কার করার জন্য কলাপাতা কেটে সব রকম ব্যবস্থা করে রেখেছিল ওই ৩ ব্যক্তি।
ওই ভিডিওতেই একজনকে বলতে শোনা গেছে, যেহেতু লকডাউনের কারণে তাঁদের বাড়িতে চালের কোনও দানা নেই, তাই তাঁরা সাপ মেরে মাংস খাচ্ছে। যদিও এই দাবি ঘিরে যথেষ্ট সংশয় রয়েছে। অন্য এক ব্যক্তির দাবি, “খাবার না থাকায় আমরা জঙ্গলের মধ্যে গেছিলাম এবং এটিকে দেখতে পাই। “
বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ইতিমধ্যে ওই ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে এক অধিকর্তা জানিয়েছেন।
উল্লেখ্য, সংরক্ষিত সরীসৃপ প্রাণীর মধ্যে কিং কোবরার নাম রয়েছে। আবার একই ভাবে, এই প্রানী মারাও জামিন অযোগ্য অপরাধ। অরুণাচল প্রদেশে বিপুল সংখ্যক বিপন্ন সাপের প্রজাতি রয়েছে।
গবেষকরা সম্প্রতি একটি নতুন প্রজাতির বিষাক্ত সাপ আবিষ্কার করেছেন। জে কে রোলিংয়ের কাল্পনিক চরিত্র সালাজার স্লিথেরিনের নাম অনুসারে সেই সাপটির নাম করা হয়েছে।
উল্লেখ্য, ২৪ মার্চের পর থেকে লকডাউন চলছে দেশজুড়ে। এতে নিঃসন্দেহে কিছুটা সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। কিন্তু লকডাউন না করলে দেশের অবস্থা আরও খারাপ হতে পারে বলে জানিয়েছিলেন নানান গবেষকরা।
অন্যদিকে সোমবার থেকে দেশজুড়ে লকডাউনের ক্ষেত্রে শিথিলতা আনছে মোদী সরকার। তবে স্পষ্টবার্তা শিথিলতার সময় শর্ত ভঙ্গ হলে লকডাউনের শিথিলতা তুলে নিতে বাধ্য হবে সরকার। ছাড়ের তালিকায় থাকছে রাজ্যের মধ্যেকার নির্মান সংস্থার কর্মীরা।
নির্বাহী সম্পাদক