Home » লক্ষ্মীপুরে করোনা উপসর্গ নিয়ে হোটেল শ্রমিকের মৃত্যু

লক্ষ্মীপুরে করোনা উপসর্গ নিয়ে হোটেল শ্রমিকের মৃত্যু

লক্ষ্মীপুরের রামগতির চরচমিজ এলাকায় করোনা উপসর্গ নিয়ে ২২ বছরের এক হোটেল শ্রমিকের মৃত্যু হয়েছে। গতরাত ১২টার দিকে করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করে রিপোর্টের জন্য পাঠানো হয়েছে। পরে নিহতের পরিবারসহ ২ বাড়ি লকডাউন করা হয়। এর আগে রাত সাড়ে আটটার দিকে ওই শ্রমিক নিজ বাড়িতে মারা যান।

জেলা সিভিল সার্জন ডা. আবদুল গফ্ফার জানান, নিহত ব্যক্তি গাজীপুরের আবদুল্লাহপুর এলাকার একটি হোটেলে শ্রমিকের কাজ করতেন। সম্পতি তিনি বাড়িতে আসেন। বাড়িতে গলাব্যাথা ও জ্বরে ভুগছিলেন।

রোববার রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে মারা যান এ শ্রমিক। করোনা উপসর্গ সন্দেহে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

সামাজিক সুরক্ষা মেনে রাত ১২টার দিকে তার লাশ দাফন করা হয়। এ ঘটনায় ২ বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেন রামগতির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *