আলমগীর মানিক,রাঙামাটি :
রাঙামাটির রাজস্থলীতে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আব্দুর রশিদ(৪৮)। রাজস্থলী উপজেলা সদরের নোয়াপাড়া গ্রামের বাসিন্দা। নিহতের শরীরের চামড়া ঝলসানো অবস্থায় দেখা গেছে বলে স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে।
রোববার বিকেলে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন, রাজস্থলী থানার অফিসার ইনচার্জ মোঃ মফজল আহাম্মদ খান। তিনি জানান, নোয়াপাড়া ছড়ার নীচে এক ব্যক্তির লাশ পড়ে আছে স্থানীয়দের কাছ থেকে এমন তথ্য পেয়ে রাজস্থলী থানাপুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
সোমবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে জানিয়ে ওসি বলেছেন আপাতত আমরা একটি ইউডি মামলা দায়ের করেছি। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যু আসল কারন জানা যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
নিহত ব্যক্তি প্রায় সময়ই মদ্যপ অবস্থায় থাকতো। হয়তো মদ পান করে মাতলামি করার সময় তার শরীরে কেউ গরমপানি ছিটিয়ে দেয়। যার কারনে তার শরীরের চামড়া ঝলসে যায় এবং সে ছড়ায় উপুড় হয়ে পড়ে মারা গিয়ে থাকতে পারে বলে স্থানীয়রা ধারনা করছে।