চট্টগ্রামে আরও একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) ফৌজদার হাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় তিনি শনাক্ত হন। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন ৩৪ জন।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, শুক্রবার বিআইটিআইডিতে ৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ২ জন শনাক্ত হয়। তাদের একজন চট্টগ্রামের। অন্যজন নোয়াখালী জেলার।
তিনি বলেন, চট্টগ্রামের আক্রান্ত ব্যক্তি নগরীর হালিশহর শাপলা আবাসিক এলাকার বাসিন্দা। এর আগে তার ননদ করোনায় আক্রান্ত হন। অন্যজনের বাড়ি নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার চাঁনপুর এলাকায়। তার বয়স (২০)।
৩ এপ্রিল চট্টগ্রামের দামপাড়ায় ৬৭ বছর বয়সী এক ব্যক্তির শরীরে প্রথম করোনা ভাইরাস ধরা পড়ে। ৫ এপ্রিল ওই ব্যক্তির ২৫ বছর বয়সী ছেলে, গত ৮ এপ্রিল আরও তিন জন, ১০ এপ্রিল দু’জন, ১১ এপ্রিল দু’জন, ১৩ এপ্রিল ৫ জন, ১৪ এপ্রিল ১১ জন, ১৫ এপ্রিল ২জন ও ১৬ এপ্রিল একজনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। এদের ৫ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে।বাংলাট্রিবিউন
নির্বাহী সম্পাদক