Home » বাংলাদেশে নতুন আক্রান্ত ৩১২ জন, মৃত ৭ জন

বাংলাদেশে নতুন আক্রান্ত ৩১২ জন, মৃত ৭ জন

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছেন ৩১২ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪৫৬ জনে।

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭ জন। বাংলাদেশে মোট মারা গেছেন ৯১ জন।

গত ২৪ ঘন্টায় মোট ২৬৩৪ টি নমুনা পরীক্ষা করে এই সংখ্যা পাওয়া যায়।

এই সময়ে মধ্যে সুস্থ্য হয়েছে ৯ জন। এনিয়ে মোট ৭৫ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, বাংলাদেশ এখন সংক্রমণের সপ্তম সপ্তাহে রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন যে, বাংলাদেশে লকডাউন ঠিকভাবে কাজ করছে না। প্রতিদিনই আক্রান্তরা নতুন এলাকায় ছড়িয়ে যাচ্ছে। যার কারণে কমিউনিটি সংক্রমণ বেড়ে যাচ্ছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *