Home » রোহিঙ্গা বোঝাই ট্রলার ভিড়লে উদ্ধারকার্যে যাবেননা : ইউএনও টেকনাফ

রোহিঙ্গা বোঝাই ট্রলার ভিড়লে উদ্ধারকার্যে যাবেননা : ইউএনও টেকনাফ

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

টেকনাফ সমুদ্র উপকূলে কোন রোহিঙ্গা বোঝাই ট্রলার ভিড়লে প্রশাসনের অনুমতি ছাড়া অতি উৎসাহী হয়ে স্থানীয় লোকজনকে করোনা ক্রান্তিকালে উদ্ধারকার্যে না যেতে অনুরোধ করেছেন, টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম। সকলের শারীরিক নিরাপত্তার জন্য তিনি এ অনুরোধ জানান।

১৯ এপ্রিল রাত ১২টা ২০ মিনিটে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসারের ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, টেকনাফ উপকূলীয় এলাকার দূরে বা অদূরে রোহিঙ্গা বোঝাই কোন ট্রলার ভিড়লে এখবর দ্রুত উপজেলা প্রশাসনের কাছে পৌঁছাতে হবে এবং এ বিষয়ে প্রশাসনের সিদ্ধান্ত জানতে হবে। এ বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নিশ্চিত করতে বলা হয়েছে। ইউএনও মোঃ সাইফুল ইসলাম, আগে নিজেকে সুরক্ষিত রাখতে সবাইকে ঘরে থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

ইউএনও আরো বলেন, রোহিঙ্গারা করোনা ভাইরাসে আক্রান্ত থাকতে পারে এবং সুরক্ষিত নাহয়ে উদ্ধার কাজে গেলে তা সকলের মাঝে সংক্রামিত হওয়ার আশংকা রয়েছে বলে স্ট্যাটাসে উল্লেখ করা হয়।।

নিন্মে টেকনাফ ইউএনও এর ফেইজবুক পেইজে প্রদত্ত স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো :“টেকনাফ উপজেলার দরদী উপকূলবাসীর দৃষ্টি আকর্ষণ পূর্বক জানাচ্ছি যে, করোনা ক্রান্তিকালীন রোহিঙ্গা বোঝাই কোন ট্রলার বা নৌকা আমাদের দূরবর্তী বা নিকটবর্তী উপকূলে আশ্রয়ের জন্য ভিড়লে দ্রুত প্রশাসন কে খবর দিন এবং সরকারি সিদ্ধান্ত জানুন। কোনোভাবেই আপনারা অতি উৎসাহিত হয়ে তাদের উদ্ধার কাজে প্রশাসনের অনুমতি এবং ব্যক্তিগত সুরক্ষা ব্যতীত অংশগ্রহণ করবেন না। সংশ্লিষ্ট চেয়ারম্যানগণ বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করবেন। এটা আমাদের সকলের শারীরিক নিরাপত্তার জন্য অনুরোধ করছি। কারণ, সে সকল রোহিঙ্গাদের মধ্যে করোনাভাইরাস আক্রান্ত রোগী থাকার আশংকা রয়েছে এবং যা ছড়িয়ে পড়তে পারে। নিজের সুরক্ষার বিষয় সবার আগে ভাবুন। ভাল থাকুন। নিরাপদ থাকুন। আমরা আছি আপনাদের পাশেই।”

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *