কুলাউড়ায় দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধের জেরে এক পক্ষকে হামলা করেছে অপর পক্ষ। এতে গুরুতর আহত হয়ে ৫ জন বর্তমানে চিকিৎসাধীন আছেন।
শুক্রবার বেলা ১২ টার দিকে এ ঘটনাটি ঘটে। এঘটনায় রুবেল আহমদ বাদি হয়ে ৭ জনকে বিবাদি করে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেন।
জানা যায়, উপজেলার কাদিপুর ইউনিয়নের আমতৈল গ্রামের প্রবাসী রুবেল আহমদের সাথে আশুক মিয়া ও মঈন উদ্দিন গং-দের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিলো দীর্ঘদিন যাবৎ। এনিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার শালিস বৈঠক করে দুই পক্ষকে সমাধান করে দিলেও আবার তারা দ্বন্দ্বে জড়িয়ে যায়। এরই এক পর্যায়ে শক্রিবার বেলা ১২ টার দিকে রুবেলের বাড়িতে হামরার ঘটনা ঘটে। হামলায় রায়না বেগম, দোলা খাতুন, দিলারা বেগম, রেবা বেগম, ফজলু মিয়া, লিমন মিয়া, রুবেল আহমদ আহত হন। পরে তাদের আর্তচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী জানান, মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।
নির্বাহী সম্পাদক