করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই প্রথম সাভারের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজমুল হুদা মিঠু।
নিহত ওই ব্যক্তি সাভারের কাউন্দিয়া এলাকার বাসিন্দা। তিনি অসুস্থ অবস্থায় ঢাকায় একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানেই তার নমুনা পরীক্ষা করে ফলাফল পজিটিভ আসে।
নাজমুল হুদা মিঠু বলেন, আক্রান্ত ওই ব্যক্তি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি অসুস্থ অবস্থায় ঢাকায় একটি হাসপাতালে ভর্তি হলে সেখান থেকেই তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পরে তার করোনা পজিটিভ রেজাল্ট এসেছিলো। তার মরদেহ ঢাকার খিলগাঁও এ দাফন করা হয়েছে।
এদিকে নিহতের বাড়িসহ পুরো এলাকা লকডাউন করা হয়েছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, সাভার থেকে এখন পর্যন্ত যে কজনের নমুনা পাঠানো হয়েছিল, তাদের মধ্যে ৪ জনের পজিটিভ রেজাল্ট এসেছিল, বাকিদের নেগেটিভ রেজাল্ট আসে। আক্রান্ত ৪ জনেরই চিকিৎসা চলমান রয়েছে, তারা অনেকটা সুস্থের দিকে।
বার্তা বিভাগ প্রধান