Home » লকডাউনে সিলেটে যেভাবে আটক করা হল ইয়াবা কারবারীকে

লকডাউনে সিলেটে যেভাবে আটক করা হল ইয়াবা কারবারীকে

লকডাউন মাদক কারবারীরা থেমে নেই। এই সুযোগে চোরাকারারীরা সীমান্ত দিয়ে মাদক এনে মজুদে লিপ্ত রয়েছে। এমন সংবাদ ছিল পুলিশের হাতে। সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে মাদক আনতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে এক ব্যক্তি। তার নাম বাছির মিয়া (৪০)। সে গোয়াইনঘাট উপজেলার বহর মাঝপাড়া গ্রামের মৃত জফর আলীর ছেলে।

জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয় আজ শনিবার।

এসময় ওই ইউনিয়নের কজাপুর যাত্রী ছাউনির সামনে থেকে ১ হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ বাছির কে আটক করে জকিগঞ্জ থানা পুলিশ। বেলা পৌণে ১ টার দিকে এ অভিযানে নেতৃত্ব দেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের।

এ ব্যাপারে সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন বলেন, করোনাভাইরাস মোকাবেলায় পুলিশের কার্যক্রম সর্ব মহলে প্রশংসিত। এ সুযোগে দেশে যাতে মাদকের অবাধ বিস্তার না ঘটে সে লক্ষ্যে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হবে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *