মহামারি করোনা পরিস্থিতিতে গোটা বিশ্ব যখন কম্পমান। দেশে দেশে লকডাউন আর মৃত্যুভয় যখন পৃথিবীর প্রতিটি মানুষের অন্তরে। ভীতিকর বন্দিজীবনে কর্মহীন প্রবাসজীবন যখন বিষাদময়। নিজেদের পরিবার নিয়ে কোনমতে বেঁচে থাকার প্রচেষ্টা যখন সর্বত্র। এমন কঠিনতর সময়েও দেশের মানুষের কথা ভুলেননি প্রবাসীরা। যুক্তরাজ্য প্রবাসি মুহাম্মদ আলী হোসেন অতীতের সেই ধারাবাহিকতায় চলমান করোনা পরিস্থিতিতেও দেশের গরীব, দুস্থ ও কর্মহীন মানুষকে সাহায্য করে যাচ্ছে।
১৭ এপ্রিল শুক্রবারে সিলেটের বিশ্বনাথ উপজেলার সিগেরকাছ পশ্চিম গাঁও ও আশ-পাশের অন্যান্য গ্রাম সহ -বিতরনের মধ্যে ছিলো তৈল,ডাল,চানা,ময়দা,পিঁয়াজ, খেজুর।কর্মহীন ও দরিদ্র ৬০টি কর্মহীন পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
পরিবারের মধ্যে এই ত্রান বিতরন করা হয়। সদস্য ও স্চ্ছোসেবকরা খাদ্যসামগ্রী প্রত্যেকের বাড়ি বাড়ি নিয়ে পৌছে দেন! সদস্য ও স্চ্ছোসেবকদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ হোসাইনের , মুহাম্মাদ ইজার আলি,শাকিল আহমদ, আমিন,হোসাইন প্রমুখ।
মুহাম্মাদ আলী হোসেন পেশায় একজন সলিসিটর।সিংগেরকাছের পশ্চিম গাঁও গ্রামে তাহার বাড়ি।
ছোটবেলায় পরিবারের সাথে পাড়ি জমান যুক্তরাজ্যে কিন্তু দেশের প্রতি তাহার ভালবাসা ছিল অটেল।পিতা মৃত জমশেদ আলি ৫ পুএ ও ৬ কন্যার মধ্য তাহার অবস্থান ষষ্ঠ। দেশের এই দুঃসময়ে এগিয়ে এসেছেন গ্রামের জনগনের পাশে। তাহার পরিচয় হচ্ছে তিনি সিলেট মহানগর ছাএলীগ নেতা আরমান তোরন এর চাচা। তিনি তাহাঁর পরিবারে সবার পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হচ্ছে ।