গতকাল থেকে ভাইরাল হয়ে ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে ছবিটা । সবার চোখ আটকে যাচ্ছে অসহায় এক বাবার সন্তানকে কোলে করে নিয়ে যাওয়ার দৃশ্য। বাকীদের নির্বিকার দাড়িয়ে থাকা। ছবিটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের। বাচ্চাটার করোনা পজিটিভ। রংপুরের স্কুল ছাত্র। বাবার প্রিয় সন্তান মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত, জরুরীভাবে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে স্থানান্তর করতে হবে। হাসপাতালের বাইরে এম্বুলেন্স পর্যন্ত নিয়ে আসার জন্য স্ট্রেচার প্রয়োজন, ডাক্তার নার্স ওয়ার্ডবয় কেউ এগিয়ে আসলেন না, যদি তারাও সংক্রমিত হন।
কিন্তু বাবা বলে কথা ! দুনিয়ার সমস্ত স্নেহ ভালবাসা সন্তানের প্রতি। কিসের করোনা । করোনাকে করুণা করি। বাবার ভালবাসা।
বাবা ছেলেকে কোলে তুলে নিয়ে বললো,
‘আরে বেটা ভয় কিসের! এই দেশ মইরা গেছে অনেক আগেই, কিন্তু তোর বাপ এখনো বেঁচে আছে।
আহা! বাবা।
কয়দিন আগেও করোনা আক্রান্ত হয়ে মৃত ৬ বছরের ছেলের লাশ এক বাবা কোলে নিয়ে কবরস্থ করলো।
অথচ পত্রিকায় প্রায়ই উঠে আসে, বৃদ্ধ মা-বাবার করোনা হয়েছে ভেবে বনে জঙ্গলে ফেলে গেছে সন্তান।
এটাই মা-বাবা এবং সন্তানের মধ্যে পার্থক্য।
অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা দুনিয়ার সকল মা – বাবার প্রতি। সকল মানুষের প্রার্থনায় সে বাবা আর সন্তান । আল্লাহ তাদের করোনা মুক্ত করে দিন।
#ছবি ও তথ্য : রুবেল রশীদ , ফেসবুক থেকে সংগৃহিত
নির্বাহী সম্পাদক