বিশ্ব আজ করোনা ভাইরাসের করাল গ্রাসে জর্জরিত। প্রতিনিয়ত মারা যাচ্ছে মানুষ। কর্মহীন হয়ে পড়েছে প্রায় সবাই। সমাজের খেটে খাওয়া মানুষের অবস্থা সবচেয়ে ভয়াবহ। যেখানে করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার সবাইকে বাড়ি থেকে বাইরে না বের হওয়ার এবং সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছে। সেখানে খেটে খাওয়া এই মানুষগুলো বাইরে বের না হলে, কাজ না করলে খাবার যোগাড় হবে কিভাবে? তারা কি অনাহারেই মারা যাবে? এই পরিস্থিতি কারোই কাম্য নয়।
সমাজের এই মানুষগুলোর মুখে কিছুটা হাসি ফোটাতে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী অলাভজনক সংগঠন আর্তনাদ ফাউন্ডেশন। বরিশালের মুলাদিতে সুবিধাবঞ্চিত অসহায় ১৩ টি সংখ্যালঘু পরিবারের পাশে দাড়িয়েছে এই সংগঠনটি।
আজ শুক্রবার উপজেলার ঐতিহ্যবাহি হিজলা-মুলাদি সংযোগ সেতুর নিচে এবং মুলাদি রাস্তার মাথা লঞ্চ ঘাটে সামাজিক দূরত্ব বজায় রেখে এই খাবার বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন আর্তনাদ ফাউন্ডেশনের কেন্দীয় চেয়ারম্যান ইঞ্জি ফোরকান মাহমুদ। অন্যান্য দের মাঝে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ অর্থ সম্পাদক ইঞ্জি ফয়সাল আহমেদ রাজু, সিনিয়র সদস্য বায়জিদ হোসেন, আজমল হোসেন, মোঃ ফয়সাল হোসেন, সোয়েব ফরাজি সহ অন্যান্য সেচ্ছাসেবী বৃন্দ।
সমাজ কর্মী ইঞ্জি ফোরকান জানান, ইতিমধ্যে আমাদের বিভিন্ন ইউনিট সর্বমোট নয় শতাধিক কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে। মুলাদিতে ইতিমধ্যে ১৫৫ অধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে এবং আরো ৩০০ এর অধিক পরিবারে বিতরনের প্রস্ততি চলছে। এছাড়াও হিজলা ইউনিট, চরকালেখান ইউনিট, বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিট এবং বাহেরচর ইউনিট রমজানের শুরুতে অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করবে বলে জানান তিনি।