রাজধানীর মীরহাজীরবাগে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এক গৃহকর্ত্রীর মৃত্যুর ঘটনায় ওই বাড়ি ছেড়ে পালিয়ে গেছে ভাড়াটিয়ারা। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
করোনা ভাইরাসের পরিস্থিতিতে প্রায় সারাদেশ লকডাউনের মধ্যেও ভাড়াটিয়ারা কোথায় পালিয়ে গেলেন এলাকায় এনিয়ে চলছে আলোচনা। একই সাথে এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক।
জানা গেছে, মীরহাজীরবাগে চৌরাস্তার কাছে ওয়াসা রোডে (পাইপ রাস্তা) আলতাফ ভবনের মালিকের স্ত্রী কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গত বৃহস্পতিবার বিকালের দিকে তার অবস্থার অবনতি হয়। পরিবারের লোকজন তাকে নিয়ে হাসপাতালে রওনা হন। কিন্তু পথেই তিনি মারা যান। তবে হাসপাতালে না গিয়ে পরিবারের লোকজন নিহতের লাশ বাড়িতে ফিরিয়ে আনেন। পরবর্তীতে তড়িঘড়ি করে রাতেই লাশ দাফন করেন। এ ব্যাপারে নিহতের পরিবার মুখ খুলেনি।
এদিকে এ ঘটনা বাড়ির ভাড়াটিয়াদের মধ্যে জানাজানি হলে তারা আতঙ্কিত হয়ে ওই রাতেই বাসা ছেড়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তবে তারা লকডাউনের মধ্যে কিভাবে এলাকা ছেড়েছেন সে রহস্য অজানা।
সূত্র: ইত্তেফাক
বার্তা বিভাগ প্রধান