Home » সৌদি রাজপ্রাসাদের বাইরে গোলাগুলি

সৌদি রাজপ্রাসাদের বাইরে গোলাগুলি

শুদ্ধবার্তাটোয়েন্টিফোর:

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, রিয়াদ পুলিশের মুখপাত্র তাদের বলেছেন, শনিবার খুজুমা নিরাপত্তা চেকপোস্টের কাছে অননুমোদিত ছোট ড্রোন আকারের খেলনা শনাক্ত করার পর তার মোকাবিলা করেছে। ক্ষয়ক্ষতির কোনও খবর তাৎক্ষনিকভাবে পাওয়া যায়নি। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানায় বার্তা সংস্থাটি। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে অন্তত ৩০ সেকেন্ড ধরে ভারী গোলাগুলির শব্দ শোনা গেছে। এসব ভিডিওর যথার্থতা সম্পর্কে নিজেরা নিশ্চিত হতে পারেনি আলজাজিরা, রয়টার্সসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যম। গোলাগুলির খবরের পর সৌদি রাজ পরিবারের বিদ্রোহের গুজব ছড়িয়ে পড়ে। একটি ভিডিওতে দেখা যায় অন্ধকার সড়কে পুলিশের দুটি গাড়ি মোতায়েন রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন সৌদি কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছেন, ঘটনার সময় প্রাসাদে ছিলেন না বাদশাহ সালমান।ওই সময় তিনি রিয়াদের অন্য প্রান্ত দিরিয়া এলাকায় খামার বাড়িতে ছিলেন বলে জানান ওই কর্মকর্তা। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিও সম্পর্কে ওই কর্মকর্তা বলেন, ড্রোন ভূপাতিত করা হয়েছে। সরকার খেলনা ড্রোন ব্যবহারের নীতিমালা প্রণয়ন করবে। ব্রিটেনের সংবাদমাধ্যম মেইল অনলাইন জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে দাবি করা হয় সৌদি যুবরাজ সালমানকে নিরাপত্তার জন্য কাছের একটি সামরিক ঘাঁটির বাংকারে নিয়ে যাওয়া হয়েছে। তবে এই খবরের সত্যতা নিশ্চিত পাওয়া যায়নি।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *