সিলেট বিভাগকে মারাত্মক বিপদে ফেলে দিচ্ছেন নারায়নগঞ্জ থেকে লকডাউন ভেঙে ‘পালিয়ে আসা’ নারী-পুরুষরা। তাদের বেশিরভাগই পোশাকশ্রমিক বলে জানা গেছে। এখনি প্রশাসন কঠোর না হলে চরম মূল দিতে হতে পারে সিলেট বাসিকে।
নারায়ণগঞ্জের বিভিন্ন পোশাক কারখানায় কাজ করেন সিলেটের ৪ জেলার হাজারো নারী-পুরুষ। করোনারভাইরাসের কারণে নারায়ণগঞ্জ রেড জোন’-এ পরিণত হওয়ায় সেখান থেকে তারা অনেকেই লকডাউন নীতিমালা অমান্য করে ‘পালিয়ে আসছেন’। এতে করে তারা সিলেটবাসীকে চরম ঝুঁকি আর বিপদের মধ্যে ফেলে দিচ্ছেন বলে সংশ্লিষ্টদের মন্তব্য।
পুলিশ জানায়, করোনাভাইরাসের কারণে ‘রেড জোন’-এ পরিণত হয়েছে নারায়নগঞ্জ জেলা। ফলে আতঙ্কে ওই এলাকায় বসবাসকারী বিভিন্ন অঞ্চলের মানুষ লকডাউন ভেঙে রাতের আধারে পালিয়ে আসার চেষ্টা করছেন। মঙ্গলবার রাতে কাগজ দিয়ে ঢাকা একটি ট্রাক হবিগঞ্জ অতিক্রম করছিলো। এ সময় দায়িত্বরত হবিগঞ্জ সদর থানাপুলিশের একটি দল ট্রাকটি আটক করার চেষ্টা করলে সেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে বানিয়াচং উপজেলার খাগাউড়া ফাঁড়ির সহযোগিতায় আটক করলে ট্রাকে বিভিন্ন মালামাল আছে বলে জানান চালক। চালকের কথায় পুলিশের সন্দেহ হলে তারা ট্রাকে তল্লাশি চালান। এ সময় ট্রাক থেকে মালামালের পরিবর্তে ৮৪ জন নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করা হয়। তারা সবাই নারায়নগঞ্জ থেকে পালিয়ে এসেছেন বলে জানান।