এ এমনই মৃত্যু। ভালোবাসার মানুষকে শেষবারের ছোঁয়ায় মানা। দেখতে হবে দূর থেকে। যার হাতে কতো মানুষের শেষ বিদায়, সেই গরিবের ডা. মঈনের বিদায়ে জন সমাগম হয়তো নেই..! কিন্তু গৌরব তাতে কম কি সে…!! স্যালুট করোনা ওয়ারিয়র গরিবের ডা. মঈন উদ্দিন মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়ীত হলেন সকলের প্রিয় গরিবের ডা: মঈন উদ্দিন ।
বুধবার রাত সাড়ে টায় তার গ্রামের বাড়ি ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নাদামপুর গ্রামে তাকে মা-বাবার কবরের পাশে তার দাফন করা হয়।
মরহুমের জানাযার নামাজের ইমামতি করেন মাস্টার ইসরাফীল আহমদ। জানাজায় ৬ জন মানুষ অংশ নিতে পেরেছিলেন।
এর আগে ঢাকার লাশ দাফনকারী প্রতিষ্ঠান আঞ্জুমান মুফিদুল ইসলামের পক্ষ থেকে ডা. মঈন উদ্দিনকে গোসল দেয়া এবং মরদেহে কাফন পরানো হয় বলেও জানা গেছে। ওই চিকিৎসকের লাশ ঢাকায় দাফনের সিদ্বান্ত গ্রহণ করা হলেও পরিবারের ইচ্ছায় সিদ্বান্ত পরিবর্তন হয়ে গ্রামের বাড়িতে লাশ দাফন করা হয়।
বার্তা বিভাগ প্রধান