Home » সিলেটের বন্দর বাজার-কালীঘাটে নেই করোনার ভয়

সিলেটের বন্দর বাজার-কালীঘাটে নেই করোনার ভয়

আজ বুধবার বেলা ১১টায় নগরীর কালীঘাটে গিয়ে দেখা গেছে, মানুষের মাঝে কোন সামাজিক দূরত্ব নেই। যেমন ক্রেতা, তেমন ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে। সিলেট বিভাগে চলছে লকডাউন। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউন করা হলেও সিলেটের পাইকারী বাজারের একমাত্র আড়ৎ নগরীর কালীঘাটে  লকডাউনের কোন ছিটেফুটোও দেখা যায়নি। পানির স্রোতের মত কালীঘাটে মানুষ চলাচল করতে  দেখা গেছে। এতে করোনার বিস্তার লাভ করতে পারে এমন আশঙ্খ্যা করছেন বিশেষজ্ঞরা।

লালদীঘির পাড়ের রাস্তা দিয়ে শতশত মানুষ ছুটছেন কালীঘাটে গিয়ে বাজার করার জন্য। মুলত, কালীঘাট পাইকারী বাজারের আড়ৎ হলেও কিছুটা কম দামে পণ্য কেনার জন্য অনেক ক্রেতা ভীড় করছেন দোকানগুলোতে। পণ্য কিনতে একজন থেকে আরেকজনের মধ্যে ১ ফুট দূরত্বও বজায় রাখতে দেখা যায়নি।

জানা গেছে, প্রতি রাতে কালীঘাটে মালামাল আসে দেশের বিভিন্ন অঞ্চল থেকে। এসব মালামাল রাতেই আনলোড করে রাখেন ব্যবসায়ীরা। সকাল থেকে সিলেটের সকল উপজেলা, মৌলভীবাজারের কয়েকটি উপজেলা ও সুনামগঞ্জের কিছু উপজেলার ব্যবাসায়ীরা মালামাল কিনতে আসেন কালীঘাটে ট্রাক নিয়ে। একই সাথে সিলেট শহর ও শহরতলীর দোকানীরাও পাইকারী দামে পণ্য কেনার জন্য আসেন কালীঘাটে। আবার খুচরো বাজার করতে ক্রেতার সংখ্যাও একেবারে কম নয় বর্তমানে। নিয়মানুযায়ী বিকেল ৫টার মধ্যে সকল দোকান বন্ধ রাখতে হয় বিধায় কালীঘাটে এক সাথে চাপ পড়ে ক্রেতা-বিক্রেতা ও শ্রমিকদের মধ্যে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *