Home » সন্ধ্যা ৬টা থেকে নওগাঁ লকডাউন

সন্ধ্যা ৬টা থেকে নওগাঁ লকডাউন

করোনা সংক্রমণ রোধে এবার নওগাঁ জেলাকে লকডাউন করা হচ্ছে। আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছেন। এতে বলা হয়েছে, সন্ধ্যা ৬টা থেকে নওগাঁ জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন করা হচ্ছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জেলার ১১ উপজেলাসহ পুরো জেলা অবরুদ্ধ থাকবে।

জেলা প্রশাসক হারুন-অর-রশীদ বলেন,  ‘ইতোমধ্যেই জেলার প্রতিটি প্রবেশ দ্বারে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। সরকারি বিধি-নিষেধ কার্যকর করতে জেলা ও উপজেলা শহর, ইউনিয়ন ও প্রতিটি গ্রাম-জনপদে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও বেশি সতর্কতায় থাকতে বলা হয়েছে। জরুরি পরিষেবা যেমন চিকিৎসা, খাদ্যদ্রব্য সরবরাহ ইত্যাদি এর আওতার বাইরে থাকবে। বেসামরিক প্রশাসন, সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলাবাহিনী স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ের মাধ্যমে সম্মিলিত দ্বায়িত্ব পালন করবেন।’

তিনি আরও বলেন, করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়লেও এখনও মুক্ত রয়েছে নওগাঁ জেলা। তবে জেলাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে নওগাঁকে আজ থেকে লকডাউন করা হয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *