সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়ে জসিম উদ্দিন (৩৮) নামের আরো এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পবিত্র মক্কার আল-নুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি।
জসিম কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের মাইজপাড়ার মৃত নাজির হোসেনের ছেলে। দেশে ছুটি কাটিয়ে মাত্র একমাস আগে সৌদি আরবে ফিরে গিয়েছিলেন।
তার সাথে সৌদি আরবের জেদ্দায় কাজ করা মো. মিজান নামের এক প্রবাসী জসিমের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে ফেসবুক স্ট্যাটাসে লিখেন, গেল কয়েকদিন আগে করোনার উপসর্গ নিয়ে জসিম হাসপাতালে ভর্তি হন। পরীক্ষার পর তিনি করোনায় আক্রান্ত বলে নিশ্চিত করেন চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর মিছিলে মঙ্গলবার যোগ হলো রেমিট্যান্স যোদ্ধা জসিম উদ্দিন। তার মৃত্যুতে মক্কাস্থ বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে৷
দেশে কিংবা প্রবাসে করোনায় আক্রান্ত হয়ে কক্সবাজারের প্রথম অধিবাসী হিসেবে মৃত্যুর শিকার হন জসিম। সদাহাস্যজ্বল জসিমের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে তা মুহূর্তে ভাইরাল হয়ে সর্বত্র শোকের ছায়া নেমে আসে।
উল্লেখ, সৌদি আরবে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে হু হু করে। মৃত্যুর সংখ্যাও নেহাত কম নয়। মঙ্গলবারও নতুন করে ৪৩৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে বলে বিশ্ব মিডিয়া খবর প্রচার করেছে। এ নিয়ে সৌদি আরবে মোট করোনা আক্রান্ত দাঁড়াল ৫,৩৬৯ জনে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৮৯ জন এবং মৃত্যু বরণ করেছে ৭৩ জন৷ দেশটির কয়েকটি প্রদেশে ২৪ ঘণ্টা কারফিউ চলছে বলে জানিয়েছেন কক্সবাজার অঞ্চলের কয়েকজন রেমিট্যান্স যোদ্ধা।
সূত্র: ইত্তেফাক
বার্তা বিভাগ প্রধান