চীনে গত কয়েকদিনে বহিরাগতদের মাধ্যমে শুরু হয়েছে করোনাভাইরাস মহামারির দ্বিতীয় পর্ব। সেখানে আবারও নিয়ন্ত্রণ হারাতে বসেছে করোনার সংক্রমণ। গত রোববারই দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছিলেন ১০৮ জন, যা গত ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। সোমবার সেই রেকর্ড না ভাঙলেও নতুন করে ৮৯ জনের শরীরে শনাক্ত হয়েছে প্রাণঘাতী এই ভাইরাস।
মঙ্গলবার চীনের ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, নতুন শনাক্ত রোগীদের মধ্যে ৮৬ জনই বহিরাগত। মাত্র একদিন আগেই দেশটিতে বহিরাগত রোগী শনাক্ত হয়েছিলেন ৯৮ জন।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছেন রাশিয়া সীমান্তবর্তী উত্তর-পূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশে। এদিন সেখানে ৭৯ জন বহিরাগত রোগী পাওয়া গেছে।
তবে গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় মৃত্যুর ঘটনা ঘটেনি।
চীনে এ পর্যন্ত করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৮২ হাজার ২৪৯ জন, মারা গেছেন ৩ হাজার ৩৪১ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৮ হাজারেরও বেশি মানুষ।
বার্তা বিভাগ প্রধান