রবিবারের পর সোমবার। ফের ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি।
দেশ জুড়ে চলছে লকডাউন। এরই মধ্যে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠেছে নয়াদিল্লি। সোমবার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ২.৭। স্বাভাবিকভাবেই নতুন করে তৈরি হয়েছে আতঙ্ক।
সোমবার ঠিক দুপুর ১টা ২৬ মিনিটে এই কম্পন অনুভূত হয়। উৎসস্থলের গভীরতা ছিল ৫ কিলোমিটার।
রবিবারও দেশের রাজধানী দিল্লি সহ বিস্তির্ণ অঞ্চলে ব্যাপক কম্পন অনুভূত হয়। জানা যাচ্ছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৫। প্রায় পাঁচ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়।
কম্পনের পর স্বাভাবিকভাবেই লকডাউন উপেক্ষা করেই বহু মানুষ রাস্তায় নেমে আসেন বলে জানা যাচ্ছে। এতটাই কম্পন অনুভূত হয়েছে যে রীতিমত দুলে ওঠে ঘরে থাকা সমস্ত কিছু। এমনকি রান্নাঘরে থাকা বাসন সহ বিভিন্ন জিনিস পড়ে যায়। যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। খবর নেই ক্ষয়ক্ষতিরও। রবিবার আইএমডি জানিয়েছিল, পূর্ব দিল্লি ছিল এই ভূমিকম্পের কেন্দ্রস্থল।
অন্যদিকে, মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সেসের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে যে দিল্লির সারিতা বিহার ছিল এই ভূমিকম্পের কেন্দ্রস্থল। মাটির ৮ কিলোমিটার নীচে এই ভূকম্পন হয়েছিল। এতে কোনও ক্ষয়ক্ষতির এখনও খবর পাওয়া যায়নি।
নির্বাহী সম্পাদক