Home » পুলিশকর্মীর পোশাকে টিম ইন্ডিয়া

পুলিশকর্মীর পোশাকে টিম ইন্ডিয়া

সব ঠিকঠাক থাকলে আইপিএলের লিগ টেবিলে ‘র‍্যাট রেস’ শুরু হয়ে যেত এতদিনে। কিন্তু বালাই বিশ্ব মহামারী নোভেল করোনা ভাইরাস। এক লহমায় করোনা যেন তছনছ করে দিয়েছে সবকিছু। প্যাড-গ্লাভস ছেড়ে আপাতত গৃহবন্দি ভারতীয় ক্রিকেটাররা। আইপিএলে অংশগ্রহণ করার কথা ছিল যে সকল বিদেশি ক্রিকেটারদের তাদেরও একই অবস্থা। ১৫ এপ্রিল অবধি প্রাথমিকভাবে স্থগিত রাখা হয়েছিল ফ্র্যাঞ্চাইজি লিগ। কিন্তু লকডাউন বর্ধিত হতে চলায় চলতি মরশুমে আইপিএল নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।

আপাতত সরকারি নির্দেশের অপেক্ষা। তারপরেই ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে সিদ্ধান্ত নেবে ভারতীয় ক্রিকেট বোর্ড। আপাতত নির্দেশ মেনে হোম কোয়ারেন্টাইনে থাকার পালা দেশবাসীদের। কিন্তু লকডাউনের মধ্যেও বিরাম নেই পুলিশকর্মীদের। চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি করোনা প্রতিরোধে এখন গুরুদায়িত্ব তাদের কাঁধেও। এমন সংকটের সময় দেশজুড়ে নিজ-নিজ দায়িত্ব পালনে সচেষ্ট পুলিশকর্মীদের ইতিমধ্যেই কুর্নিশ জানিয়েছেন হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলিরা। এবার দেশের পুলিশকর্মীদের সম্মান জানিয়ে একটি কার্টুন প্রকাশ করল মুম্বই ইন্ডিয়ান্স।

যে কার্টুনে পুলিশকর্মী হিসেবে দেখা যাচ্ছে ভারতীয় দলের প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটারদের। এমনই এক কার্টুন প্রকাশ করে আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজি সম্প্রতি কুর্নিশ জানিয়েছে দেশের সকল পুলিশকর্মীদের। কার্টুনটিতে খাঁকি উর্দিতে ১১জনের দলে দেখা যাচ্ছে সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহওয়াগ, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, বিরাট কোহলি, হরভজন সিং, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা এবং জসপ্রীত বুমরাহকে।

মুম্বই ইন্ডিয়ান্সের অভিনব এই উদ্যোগ বেশ মনে ধরেছে অনুরাগীদের। সম্প্রতি মুম্বই পুলিশ এবং দিল্লি পুলিশকে কুর্নিশ জানিয়েছেন বিরাট কোহলি, ইশান্ত শর্মা, রোহিত শর্মারা। পুলিশকর্মীদের কুর্নিশ জানিয়ে শনিবার টুইটারে রোহিত লেখেন, ‘ঘড়ির কাঁটা এক করে পরিশ্রমের জন্য মুম্বই পুলিশ তোমাদের কুর্নিশ। শহরের প্রত্যেকটা প্রান্তে চলছে মুম্বই পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তা। আমাদেরও কর্তব্য ছোট্ট একটা কাজ করে তাদের পাশে দাঁড়ানোর। শুধুমাত্র বাড়িতে থাকুন।’

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *