Home » করোনায় হাট-বাজারের নতুন সময়সুচি নির্ধারণ

করোনায় হাট-বাজারের নতুন সময়সুচি নির্ধারণ

এম.জিয়াবুল হক,চকরিয়া :প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবেলা করণে চকরিয়া উপজেলা করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত কমিটির সভার সিদ্ধান্তের আলোকে উপজেলার ১৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় অবস্থিত হাটবাজার সমূহের নিন্মবর্ণিত সময়সুচি নির্ধারণ করা হয়েছে। রবিবার ১২ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান সাক্ষরিত অফিস আদেশে সংশ্লিষ্ট বাজার কমিটির সভাপতি/ইজারাদারগণ প্রত্যেকটি বাজারের সময়সূচি সম্বলিত পর্যাপ্ত সংখ্যক ব্যানার বাজারের বিভিন্ন পয়েন্টে দৃশ্যমান স্থানে প্রদর্শন ও মাইকিং এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত বাজার সমূহ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন। তবে উপজেলা প্রশাসনের এই আদেশ ঔষধের দোকান/ ফার্মেসির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আদেশে ইউএনও বলেছেন, এই নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ক্র: নং : ইজারা যোগ্য হাট-বাজারের নাম নির্ধারিত সময় হতে পর্যন্ত

০১. চিরিংগা বাজার সকাল ৮.০০টা বিকাল ৫.৩০ মিনিট

০২. মগবাজার সকাল ৮.০০টা বিকাল ৫.০০ টা

০৩. চিরিংগা কাঁচা বাজার (বাস টার্মিনাল) সকাল ৮.০০টা বিকাল ৪.০০ টা

০৪. খুটাখালী বাজার সকাল ৮.০০টা বিকাল ৫.৩০ মিনিট

০৫. বদরখালী বাজার সকাল ৮.০০টা বিকাল ৫.৩০ মিনিট

০৬. ডুলাহাজারা বাজার সকাল ৮.০০টা বিকাল ৫.৩০ মিনিট

০৭. বেতুয়া বাজার সকাল ৮.০০টা বিকাল ৩.৩০ মিনিট

০৮. চুয়ারফাঁড়ি বাজার সকাল ৮.০০টা বিকাল ৩.০০ টা

০৯. মালুমঘাট বাজার সকাল ৮.০০টা বিকাল ৫.০০ টা

১০. মানিকপুর বাজার (নতুন+পুরাতন) সকাল ৮.০০টা বিকাল ৩.৩০ মিনিট

১১. বটতলী বাজার সকাল ৮.০০টা বিকাল ৩.০০ টা

১২. নয়া বাজার সকাল ৮.০০টা বিকাল ৩.০০ টা

১৩. দেওয়ান আলী হাট সকাল ৮.০০টা বিকাল ৩.০০ টা

১৪. আয়ুব আলী হাট সকাল ৮.০০টা বিকাল ৩.০০ টা

১৫. একতা বাজার (গরু বাজার) সকাল ৮.০০টা বিকাল ৪.৩০ মিনিট

১৬. শান্তি বাজার সকাল ৮.০০টা বিকাল ৩.০০ টা

১৭. কুতুব বাজার সকাল ৮.০০টা বিকাল ৩.০০ টা

১৮. হারবাং বাজার সকাল ৮.০০টা বিকাল ৪.৩০ মিনিট

১৯.কাকারা মাঝেরফাঁড়ি বাজার সকাল ৮.০০টা বিকাল ৩.০০ টা

২০. দরবেশকাটা বাজার সকাল ৮.০০টা বিকাল ৩.০০ টা

২১. রামপুর বাজার সকাল ৮.০০টা বিকাল ৪.০০ টা

অপরদিকে সরকারি অনুমোদন ছাড়া চকরিয়া উপজেলার সকল গ্রামীণ এলাকা ও পৌরসভার অভ্যন্তরে ইজারাবিহীন ছোট ছোট বাজার সমূহ বিকাল ২.০০ ঘটিকার মধ্যে বন্ধ করার জন্য অনুরোধ করেছেন ইউএনও শিবলী নোমান।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *