Home » করোনা মোকাবিলায় মানবিকতার সেবা এগিয়ে আসি : শফিউল আলম চৌধুরী নাদেল

করোনা মোকাবিলায় মানবিকতার সেবা এগিয়ে আসি : শফিউল আলম চৌধুরী নাদেল

প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। তাই হোম কোয়ারেন্টিনে থাকা মানুষজনের মধ্যে খাবার সংকট দেখা দেওয়া অস্বাভাবিক নয়। মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সরকার বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সকলের কাছেই খাবার পৌঁছে দিচ্ছেন। সরকারের পাশাপাশি এগিয়ে এসেছেন সমাজের সহৃদয় ব্যক্তিবর্গও।

করোনাভাইরাস  প্রভাবে মোকাবেলায় নিম্নবিত্তরা সরকারি-বেসরকারি বিভিন্ন সাহায্য-সহযোগিতা পেলেও মধ্যবিত্তদের বড় একটি অংশই অসহায়। 

স্বাভাবিক কাজকর্ম বন্ধ থাকায় তাদের আয়-রোজগার নেই। ফলে একদিকে খাবার কিনতেও পারছেন না, অপরদিকে সামাজিক মর্যাদার কারণে কারও কাছে চাইতেও পারছেন না। নীরবেই কষ্ট সহ্য করতে হচ্ছে। ৫টি মৌলিক চাহিদার ৪টি নিয়ে চিন্তিত তারা। বিশেষ করে খাবার ও বাসা ভাড়া নিয়ে তারা খুবই দুশ্চিন্তায়। অর্থনীতিবিদরা মনে করেন, বর্তমানে মধ্যবিত্ত যে পর্যায়ে আছে, তা হয়তো সহনীয়। কিন্তু অচলাবস্থা দীর্ঘায়িত হলে এরাই সবচেয়ে বিপদে পড়বেন। তাদের মতে, দেশে পর্যাপ্ত খাদ্য আছে। তবে বণ্টন ব্যবস্থা খুবই খারাপ। আর মধ্যবিত্তদের কোনো পরিসংখ্যানও সরকারের কাছে নেই। ফলে এদের কাছে খাবার পৌঁছানো খুব কঠিন।

এ ধরণের পরিবারের প্রতি আমরা সহানুভূতিশীল। তাই, সমাজের সকল শ্রেণি-পেশার অসহায় মানুষদের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিতে চাই ।এখন আর সাহায্য প্রার্থী কে সহায়তা গ্রহণের জন্য ত্রাণের লাইনে দাঁড়াতে হবে না।

এ প্রক্রিয়ায় সিলেট শহরের সাহায্য প্রার্থীদের জন্য কয়েকটি সেলফোন নাম্বার দেওয়া থাকবে প্রকৃত অর্থেই বিপদাপন্ন “নিম্ন-মধ্যবিত্ত” শ্রেণির ব্যক্তিবর্গ সেসব নাম্বারে ফোন করলে, আমরা আপনাকে একটা দোকানের নাম দেবো সেই দোকান থেকে ১০০০ (এক হাজার) টাকার আপনার নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিতে পারবেন । তবে সরবরাহকৃত খাদ্য দ্রব্যের যে মূল্যমান দাঁড়াবে, সেই অর্থের ২০ শতাংশ সাহায্য প্রার্থী কে পরিশোধ করতে হবে।( পরিবার প্রতি একবার সহায়তা করা হবে ) সামাজিক অবস্থান বিবেচনা করে সাহায্য প্রার্থীর পরিচয় প্রকাশ করা হবে না।

এই মানবিক সহযোগিতার জন্য আমরা এগিয়ে এসেছি,আপনি/আপনারা একই ভাবে আপনাদের অবস্থান থেকে এগিয়ে আসতে পারেন এই মানবিকতার জন্য।

মহান সৃষ্টি কর্তা আমাদের সহায় হোন।

ঘরে থাকুন,নিরাপদে থাকুন।

করোনা মোকাবিলায় আপনি ও ভূমিকা রাখুন।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

শফিউল আলম চৌধুরী নাদেল

সাংগঠনিক সম্পাদক 

বাংলাদেশ আওয়ামীলীগ ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *