কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে মসজিদ ও বাজারে ফিনিক্সের উদ্যোগে জীবাণুনাশক স্প্রে ছিটানো, হ্যান্ড স্যানিটাইজার এবং নিরাপদ দুরত্ব চিহ্ন বা গোল বৃত্ত দেয়ার পরিসমাপ্তি হয়েছে আজ। বুড়াবুড়ি ইউনিয়নে ফিনিক্সের টানা তিন দিনের করোনা প্রতিরোধ কার্যক্রম হিসাবে, মাইকিং, বাজারে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করন, গণ-সচেতনতামুলক বার্তা, নিরাপদ দুরত্ব চিহ্ন বা গোল বৃত্ত, জীবাণুনাশক স্প্রে ছিটানো এবং এই কার্যক্রম গুলো পরিচালিত হয়েছে বুড়াবুড়ি ইউনিয়নের ( বটতলা বাজার,আমিন বাজার, মন্ডল হাট,জনতার হাট,বকশিগঞ্জ এবং বুড়াবুড়ী বাজার). ফিনিক্স (সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ) একটি সেচ্ছাসেবী সংগঠন, যার সদস্যরা সমাজ উন্নয়নে হরেকরকম কাজ করতে প্রস্তুত ( শিক্ষার উন্নয়ন, সমাজিক পরিবর্তনমুলক). এই বিষয় ফিনিক্সের পরিচালনা পরিষদের প্রধান , (ঢা,বি) তথ্য ও গ্রন্থাগার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুর মোহাম্মদ সরকার বলেন” সদ্য প্রতিষ্ঠিত আমাদের এই সংগঠন দেশের সংকটাপন্ন এই সময়ে কোভিড ১৯ সচেতনতায় প্রত্যন্ত অঞ্চলের হাটবাজারে গিয়ে সাধারন লোকদের হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণমুক্ত করণ, বাজারের পথে ঘাটে মসজিদে জীবানু নাশক স্প্রে ছিটানো, যা সদস্যদের একান্তই স্বেচ্ছাসেবী মনোভাবের প্রতিফলন। আমাদের সদস্যদের এই স্বেচ্ছাসেবী মনোভাব দেখে এগিয়ে আসবে দেশের হাজারো তরুন এবং উপকৃত হবে আমাদের দেশের সাধারন মানুষ এই আশাবাদ ব্যক্ত করছি” তাছাড়া ফিনিক্সের উপদেষ্টা পরিষদের সদস্য, জাহাঙ্গীর আলম বলেন “দেশের এই দূর্যোগময় সময়ে ফিনিক্সের এই কার্যক্রম এলাকার জনসচেতনতায় গুরুত্ববহ ভূমিকা পালন করবে বলে আমি মনে করছি। ফিনিক্সের প্রতিষ্ঠাতা সদস্য ও বেরোবির (এম,সি,জে) বিভাগের শিক্ষার্থী মোঃ রাশিদুল ইসলাম বলেন “দেশের এই ক্রান্তিলগ্নে আমাদের উচিৎ নিজ, নিজ পরিবারকে সচেতন করা এবং বাকি সময়গুলো অপচয় না করে, নিজস্ব নিরাপত্তা বজায় রেখে সচেতনতার বার্তা গণমানুষের মধ্যে পৌঁছে দেওয়া, তাই আমাদের ফিনিক্স থেকে এই ক্ষুদ্র প্রচেষ্টা ” ফিনিক্সের প্রতিষ্ঠাতা সদস্য ইন্জিনিয়ার জাহাঙ্গীর আলম শাকিল বলেন” আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে বুড়াবুড়ী ইউনিয়ন সহ অনান্য এলাকার মানুষকে করোনা ভাইরাসের ভয়াবহতা সম্পর্কে বুঝিয়েছিএবং মানুষকে সচেতন করার চেষ্টা করেছি” এ সম্পর্কে জানতে চাইলে বুড়াবুড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও মন্ডল হাটের বাসিন্দা জনাব, মোঃ নুর-ইসলাম(বি,এস,সি) বলেন “আমি আজ গর্বিত, আমার ছাত্রদের সেচ্ছাসেবী মনোভাব দেখে, আমি চাই আমার ছাত্রদের মত বাংলার প্রত্যেকটি ইউনিয়নে এ ধরনের সেচ্ছাসেবক গড়ে উঠুক”।
নির্বাহী সম্পাদক