করোনাভাইরাসের প্রতিরোধে সামাজিক দূরত্ব না মানা, সংক্রামক ব্যাধি, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ ও সড়ক পরিবহন আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৯টি মামলায় ৩৩ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার দিনব্যাপী পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মো. মশিউর রহমানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে এ অর্থদণ্ড দেওয়া হয়।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মশিউর রহমানের বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানো হচ্ছে। নিয়মিত প্রচরণা ককরা হচ্ছে। এবং যারা আইন না মেনে সরকারি নির্দেশনা অমান্য করে অপ্রয়োজনে অযথা ঘোরাফেরার করছে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা মাধ্যমে তাদেরকে জরিমানা করা হচ্ছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
নির্বাহী সম্পাদক